অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
বিমানটিতে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, নিখোঁজ বিমানের সন্ধানে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে অনুসন্ধান চালানো হচ্ছে। দুর্গম পার্বত্য বনাঞ্চল ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
প্রাথমিকভাবে বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা অবস্থান শনাক্ত করা যায়নি। সম্ভাব্য দুর্ঘটনাস্থলের আশপাশে জরুরি শিবির স্থাপন করা হয়েছে এবং সেনা বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তারা বিমানের শেষ যোগাযোগ ও ফ্লাইটপথ বিশ্লেষণ করছে।
উল্লেখ্য, পুরনো ও সীমিত নিরাপত্তা ব্যবস্থার কারণে এএন-২৪ মডেলের বিমান নিয়ে এর আগেও রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ বিমানের আরোহীদের ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.