নিখোঁজের ২ বছর পর বাক প্রতিবন্ধী বোনকে ফিরে পেলেন ভাই

দুই বছর আগে নিখোঁজ হন বাক প্রতিবন্ধী ইয়াসমিন (৪৫)। প্রায় দুই বছর পর সে তার স্বজনদের ফিরে পেয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মো. ফেরদৌস ইয়াসমিনকে তার ভাই আনিসুরের হাতে তুলে দেন।

বাক প্রতিবন্ধী ইয়াসমিনের বাড়ি যশোর জেলার সদর উপজেলার উপশহর ইউনিয়নে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।

জানা গেছে, ২০২১ সালের কোরবানীর ঈদের মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ প্রতিবন্ধী ইয়াসমিনকে কালুখালি থেকে উদ্ধার করে। ইয়াসমিন বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা বলতে না পারায় তখন তাকে জেলা সমাজ সেবা অফিসে পাঠানো হয়। তখন সমাজ সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ইয়াসমিনকে রাজবাড়ীর সরকারি শিশু পরিবারে হস্তান্তর করে। সেখানে প্রায় দুই বছর কেটে যায় তার। সমাজ সেবা অফিস বিভিন্নভাবে ইয়াসমিনের ঠিকানা বের খুঁজে বের করার চেষ্টা করে। পরে তারা ইয়াসমিনকে নিয়ে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে গিয়ে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করে। পরে ঐ তথ্যের ভিত্তিতে ইয়াসমিনের পরিবারকে খুঁজে বের করে সমাজ সেবা কার্যালয়। পরে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ইয়াসমিনকে তার ভাইয়ের হাতে তুলে দেন সমাজ সেবা কার্যালয়।

ইয়াসমিনের ভাই আনিসুর রহমান বলেন, আমার বোন দুইবছর আগে যশোর থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আমার বোন মারা গেছেন অথবা পাচারকারী লোকজন তাকে পাচার করেছে এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও আমরা নেইনি। এলাকায় আমরা মাইকিং ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজও পাইনি।এভাবে কেটে যায় দুইটি বছর।

তিনি আরও বলেন, গত সোমবার বাক প্রতিবন্ধী বোনটির খোঁজ আসে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে থেকে। তারা জানান আমার বোন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ে আছেন। পরে আজ মঙ্গলবার আমি ও আমার খালু শহিদুল ইসলাম রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ে গেলে কর্মকর্তারা আমার বোন ইয়াসমিনকে আমাদের হাতে তুলে দেন। আমি আমার বোনকে পেয়ে পরিবারের লোকজনসহ দারুণ খুশি। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই।

রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবু মুসা বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্যারের প্রচেষ্টায় প্রতিবন্ধী ইয়াসমিনকে তার পরিবারের ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক রুবাইয়াত ফেরদৌস বলেন, দুই বছর আগে কালুখালি থানা পুলিশ বাক প্রতিবন্ধী ইয়াসমিনকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আমরা সরকারি শিশু পরিবারে রেখে দিয়ে সেবা দিতে থাকি। ইয়াসমিনের ঠিকানা খুঁজে আজ তার ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমাদের চেয়ে ভালো করে কেউ পারবে না: পিনাকী ভট্টাচার্য

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতিকে আগামী দুই দশকের আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় সাজাতে হবে বলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেছেন

আওয়ামী লীগের ইতিহাস: বাংলাদেশের ইতিহাস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের বিকাশ এবং আজকে বাংলাদেশের অবস্থান সবই হলো আওয়ামী লীগের অবদান। কাজেই আওয়ামী লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস শেষ

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত 

নয়ন আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায়

মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার

উত্তেজনার মধ্যে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর)। ভোররাতে সদর উপজেলার