নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) নিশি রাতে বন্দরের নবীগঞ্জ কদম রসূল হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (৯ মার্চ), তাকে আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।স্থানীয়রা জানান, শামীম দ্বিতীয় রমজানে (৩ মার্চ) সৎ মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে।
পরে ঘটনাটি ওই কিশোরী তার মা এবং প্রতিবেশীদের জানায়। শনিবার রাতে পুনরায় সেই ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টার সময় কিশোরির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শামীমকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাতেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেন কিশোরীর মা।
বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, চৌদ্দ বছরের এক কিশোরিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কিশোরির মা বাদী হয়ে শামীমের বিরুদ্ধে পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.