নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে মো. দ্বীন ইসলাম (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

বৃহস্পতিবার (৬ জুন’) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত মো. দ্বীন ইসলাম নাওড়া এলাকার মিল্লাত হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার জাহিদ, সোহেল, শাহিন, আমিনুল, রাজীব, নাজমুল, জেসমিন, ওয়াসিম, ইভা ও সাখাওয়াত। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কায়েতপাড়া এলাকায় জমির ব্যবসা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রঙধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর ভাই নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় মোশাররফ হোসেনের বিরোধ দীর্ঘদিনের।

গত মঙ্গলবার মোশাররফ তার এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে আসেন। তখন প্রতিপক্ষের লোকজন তাঁকে ধাওয়া দিলে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে মঙ্গলবার রাত থেকেই উত্তেজনা চলে নাওড়া এলাকায়।

বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন পাল্টাপাল্টি ছোড়া গুলিতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দ্বীন ইসলাম। সে মোশাররফ হোসেনের অনুসারী বলে জানা গেছে।

সংঘর্ষের বিষয়ে জানতে মোশাররফ হোসেনের মোবাইলে ফোন দিলে সাড়া পাওয়া যায়নি।

নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গ্রামবাসীর সঙ্গে মোশাররফের লোকজনের সংঘর্ষের খবর পেয়েছি। আমি এলাকায় না থাকায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানি না। শুনতে পেয়েছি মোশাররফের এক লোক নাকি মারা গেছে।’

ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নাওড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর

পূরণ হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির ৫ শূন্য পদ

নিজস্ব প্রতিবেদক: চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যানসহ নির্বাহী কমিটির ফাঁকা পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। একই সঙ্গে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও

৩০ জুলাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের, বি এম এস এফ এর ১ যুগে পদার্পণ উৎসব

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সারাদেশে পেশাদার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা, আন্দোলন ও সফলতার পথ বেয়ে, গত ১৫ জুলাই ১১ বর্ষ পেরিয়ে

সাভারে যাত্রীবাহী বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আগুনে পুড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার

আ.লীগের অনুপ্রবেশের শঙ্কায় ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া ও স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক আয়নাঘরে নির্যাতিত বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর মহান জাতীয় সংগীত পরিবর্তনের দাবীর প্রেক্ষিতে সামাজিক

টাঙ্গাইলের মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে নিয়ে ভারতের হিন্দু রামগিরি মহারাজ ও বিজেপি সরকারের নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও