চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির ঘটনায় এক আসামীকে চুরি যাওয়া গরুসহ গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটে নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের এক কৃষক তার বাড়ির আঙিনায় চারটি গরুকে খড় খাওয়াতে দেন। এশার নামাজ শেষে রাত ৮টা ৪৫ মিনিটে বাড়ি ফিরে তিনি দেখেন তিনটি গরু থাকলেও একটি মেটে-সাদা রঙের গাভী নেই। নিখোঁজ গরুটির আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।
পরবর্তীতে ভুক্তভোগী কৃষক নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানায় মাললা নং-৯, তারিখ-০৫/০৯/২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু হয়। মামলার পরপরই পুলিশ চুরি যাওয়া গরুটি উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৫ মিনিটে নাচোল মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মোঃ শফিকুল ইসলামের বাড়ির পিছন থেকে গরুসহ আসামীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন মোঃ তোফাজ্জল (৪০), পিতা- আজিমুদ্দিন, সাং- মাক্তাপুর, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে গরুটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বাদীর এজাহারের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গরু উদ্ধারের পাশাপাশি আসামীকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, গরু চুরি এলাকায় দীর্ঘদিনের সমস্যা হলেও পুলিশের তৎপরতায় চোরচক্র এখন আতঙ্কে রয়েছে। ভুক্তভোগী কৃষক তার গরু ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.