
আগামী ৫ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ। আর আসন্ন এই ওয়ানডে সিরিজ দিয়ে লম্বা সময় পর দলে ফিরেছেন নাঈম শেখ। তবে ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা রয়েছে দলে ডাক পেলেও একাদশে খেলা হবে কিনা নাঈমের।
অবশ্য একাদশে খেলানোর ইঙ্গিত অবশ্য দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ সোমবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় তিনি বলেন, ‘হ্যাঁ! আমরা যখনই সুযোগ পাবো, আমরা তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই।’
মূলত টাইগার কোচ হাথুরু দেখতে চান সাইড বেঞ্চের শক্তি। এর পাশাপাশি অন্য তরুণ ক্রিকেটারদেরও বিভিন্ন পজিশনের জন্য খেলিয়ে দেখতে চান বাংলাদেশের এই হেড কোচ, ‘হ্যাঁ! আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটি নয় যে, পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ, নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’
‘এর মানে হলো, আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। তো এই কারণ মাথায় রেখে আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।’-আরও যোগ করেন হাথুরু।