অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। ওই সময় সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটে। মূলত জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, মঙ্গলবারের ঘটনার পর নতুন করে হামলা ঠেকাতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ এলাকায়। তিনি আরও বলেন, বর্ষাকালে সশস্ত্র দলগুলো প্রায়ই খামারের ফসলের আড়ালে লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.