
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৩টি ইউনিট। আগুনের কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি।’











