নিজস্ব প্রতিবেদক: পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আমানতকারীরা
দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ চলতি নভেম্বরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির প্রাথমিক কার্যক্রম শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নতুন এই ব্যাংক চালুর পর একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। আমানত ফেরত প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সময়সীমাভিত্তিক রূপরেখা প্রণয়ন করেছে, যা শিগগিরই সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে কার্যক্রম শুরু করবে। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মধ্যেই কার্যক্রম পরিচালনা করবে। সরকারের মালিকানা প্রাথমিকভাবে সাময়িক থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা (প্রতিটি ১০ টাকার ৪ হাজার কোটি শেয়ার)। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা।
মূলধনের মধ্যে—
সরকার দেবে ২০ হাজার কোটি টাকা (শ্রেণি-ক শেয়ার),
একীভূত ব্যাংকগুলোর স্থায়ী আমানত থেকে আসবে ৭ হাজার ৫০০ কোটি টাকা (শ্রেণি-খ শেয়ার),
এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কাছ থেকে আসবে ৭ হাজার ৫০০ কোটি টাকা (শ্রেণি-গ শেয়ার)।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের লাইসেন্সের আবেদন ও নথিপত্র প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। যাচাই শেষ হলে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।
একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের সম্ভাবনা রয়েছে।
ব্যাংক একীভূত হওয়ার পর ধাপে ধাপে আমানতকারীদের অর্থ ফেরত প্রদান করা হবে। সাধারণ আমানতকারীদের অর্থ ফেরত প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.