
বছরের প্রথমদিন নিজের ৩৮তম জন্মদিনে কণ্ঠশিল্পী রহিত এর নতুন চমক “টাকার মুখ কালো”
বিনোদন রিপোর্ট: সম্প্রতি “টাকার মুখ কালো” শিরোনামের একটি গানের চূড়ান্ত রোকডিং শেষ করেছেন সু-কন্যা এ্যালবাম খ্যাত কন্ঠশিল্পী রহিত। আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির স্টুডিও ওয়ার্কের রিল প্রকাশ করা হবে। সেই সাথে ইউটিউবার, টিকটকারদের ব্যবহারের জন্যও তা উন্মুক্ত থাকবে। সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিগত জীবনে টাকার গুরুত্ব যেমন রযেছে তেমনি টাকা সংশ্লিষ্ট নানা রটনা ও ঘটনারও বহি:প্রকাশ দেখা যায় কম বেশি সকলেরই জীবনে। এমনই একটি নাটকীয় কাব্যিক প্যারডি গানের ফিলে নতুন বছরের বিনোদনের খোরাক হতে চলেছে রহিতের “টাকার মুখ কালো”। গানটির কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া হলেও এতে সুর সংযোজন করেছেন ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটিতে সংগীতায়োজন করেছেন এসময়ের জনপ্রিয় তরুণ সংগীত পরিচালক রাব্বী খান।
তিনি জানান, একদিকে একই শহরে বসবাস অন্যদিকে সংগীতের বিভিন্ন কাজের সুবাদেই বহু পূর্ব থেকেই তার শখ্যতা গড়ে ওঠে কন্ঠশিল্পী রহিতের সাথে। বিগত প্রায় ১যুগ ধরে বিভিন্ন বিষয়ভিত্তিক গানে তারা নিয়মিত কাজ করছেন এক সাথে। তিনি আরও জানান “টাকার মুখ কালো” গানটির কথা অসাধারণ, রহিত ভাই ভালো গেয়েছেন এছাড়া আমি আমার দিক থেকে শেরাটাই দেয়ার চেষ্টা করেছি। নতুন বছরের উপহার হিসাবে আশা করি সবার মন ছুঁয়ে যাবে গানটি।
নিয়মিত গানের পাশাপাশি মাঝে মধ্যেই কন্ঠশিল্পী রহিতকে বিভিন্ন বিষয় ভিত্তিক গান গাইতে দেখা যায়। ইতিমধ্যে বাংলাদেশ মফোস্বল সাংবাদিক ফোরামের থীম সং “তারা চায় অধিকার” সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থীম সং “কলমের শক্তি”। ছিন্নমূল শিশুদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়ে নির্মিত “টোকাই”, বৃষ্টি ভেজা আকাশ, মন তোমাকে যদি, জেগে ওঠো বাংলার বিবেক, বগুড়ার বীর সন্তান সহ প্রায় ডজন খানেক বিষয়ভিত্তিক গান রিলিজ হয়েছে। এছাড়া বেশকিছু গানের নির্মাণ কাজ চলমান রয়েছে। চলতি বছরেই সেগুলো পর্যায়ক্রমে প্রকাশের কথাও জানা তিনি।
সদ্য শেষ হওয়া “টাকার মুখ কালো” শিরোনামের এই গানটির বিষয়ে জানতে চাইলে কন্ঠশিল্পী রহিত জানান, গানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া তাই প্রকৃত রচয়িতার নাম এখনও অজানা। ইতি মধ্যে অনেকেই গানটি খালি গলায় গেয়েছেনও। তবে, তথ্য প্রমাণ স্বাপেক্ষে এই গানের রচয়িতাকে খুঁজে পেলে অবশ্যই তাকে সম্মানিত করা হবে। মূলত গানের কথাগুলো ভালো লাগায় এই গানটি পরিপূর্ণ মিউজিকসহ সকলের সামনে তুলে ধরার প্রয়াসেই তা নির্মাণে আগ্রহ পোষণ করেন তিনি। গানটির ভিডিও পরিচালনায়: সুপিন বর্মণ। শিল্প নির্দেশনায়: আবু জুয়েল ও সানোয়ার হোসেন লাভলু। প্রযোজনা ও পরিবেশনায়: আর.মিডিয়া।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই তিনি বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর মধ্যে বগুড়া থিয়েটারের লিটেল থিয়েটার, থিয়েটার অ্যাম্বীশন, উদিচী শিল্পীগোষ্ঠী, বগুড়া ইয়্যূথকয়্যার উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বগুড়ার রূপান্তর সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে ড্রাগন ইন্টারটেইনমেন্টের ব্যানারে প্রথম এ্যালবাম সু-কন্যা’র মাধ্যমে সংগীতাঙ্গণে পা রাখেন কন্ঠশিল্পী রহিত। সে সময় এই এ্যালবামের বেশ কয়েকটি গান বিশেষ করে “ওগো সুকন্যা”, “সাদা কাপড় পড়ে”, “ভুল করে ভালোবাসলে” গানগুলো মানুষের মনে স্থান করে নেয়। এরপর নিষ্ঠুর মেয়ে তুমি, একটাই তো মন, জনম ভরে গাইবো মায়ের গান, ভবেতে আসিয়া, ইত্যাদি জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন। বর্তমানে ভেজা মন শিরোনামের গান মুক্তির অপেক্ষায় রয়েছে। শিঘ্রই কন্ঠশিল্পী রহিতের ভেরিফায়েড Singer Rohit Official ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও R-Media ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এছাড়াও আগামী বিশ্ব ভালোবাসা দিবসে নতুন ৩টি রোমান্টিক গানের সিনেমেটিক ভিডিও প্রকাশ করা হবে বলেও জানান তিনি।