ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের গ্রেপ্তারের খবরে শুকরিয়া আদায় করেছেন সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন।
রবিবার রাতে রাজধানীর গুলশান থেকে নজিবুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
দীর্ঘ এক ফেসবুক পোস্টে সাংবাদিক হেলাল উদ্দিন লিখেছেন, ‘মহান আল্লাহতালার কাছে শুকরিয়া। অবশেষে গ্রেপ্তার হলেন সেই কুখ্যাত সচিব নজিবুর রহমান। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব। এনবিআরের সাবেক বিতর্কিত চেয়ারম্যান, যে আমার দীর্ঘ ৩৭ বছরের সাংবাদিকতার জীবনটা তছনছ করে দিয়েছে অন্যায়, প্রতিহিংসামূলক ভাবে। আমাকে এবং যমুনা গ্রুপকে চরমভাবে হয়রানি করছে। এ কুখ্যাত সচিবের চাপে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাধ্য হয়েছিলেন আমাকে দৈনিক যুগান্তর থেকে অব্যাহতি দিতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগেও তিনি আশা প্রকাশ করেছিলেন যেন আমি যুগান্তরে ফিরে আসি।’
তিনি আরও লিখেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠেই একটি ছোট্ট ম্যাসেজ: নুরুল ইসলাম বাবুলের সুযোগ্য কন্যা, যমুনা গ্রুপের অন্যতম পরিচালক মনিকা ইসলামের। ‘Nujibor rahman arrest।’ রাত ২ টায় মনিকা ইসলাম এই মেসেজটি পাঠিয়েছেন। আমি জবাব দিলাম; আলহামদুলিল্লাহ। তার অপকর্ম নিয়ে ভালোভাবে নিউজ করা প্রয়োজন। আরো লিখলাম, প্রিয় বাবুল ভাইয়ের আত্মা শান্তি পাবে যদি দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনে নজিবুরের অপকর্ম, দুর্নীতি নিয়ে যথাযথ রিপোর্ট করান।’
হেলাল উদ্দিন ফেসবুক পোস্টটিতে লিখেন, ‘এনবিআরের সাবেক চেয়ারম্যান, পরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এই কুখ্যাত বিতর্কিত নজিবর রহমান শুধু আমার জীবন নয়, যমুনা গ্রুপকেই তছনছ করে দিয়েছিল। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এমনকি তার ছেলে, মেয়ে, জামাতা কেউ নজিবুরের রোষানল থেকে রক্ষা পায়নি। এক পর্যায়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাধ্য হয়েছিলেন আমাকে পরপর দুইবার দৈনিক যুগান্তর থেকে অব্যাহতি দিতে। যিনি আমাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন।
আমাকে চাকরীচ্যুত না করে শত শত কোটি টাকার আর্থিক ক্ষতি হজম করেছিলেন। আজ আপনার আত্মা শান্তি পাবে প্রিয় বাবুল ভাই।’
এই সিনিয়র সাংবাদিক আরও লিখেন, ‘অন্যায়ের সাথে আপোষ করিনি এজন্য মিথ্যা হয়রানিমূলক মামলায় আমাকে কারাগারে পাঠিয়ে ছিলেন এই নজিবুর। আরেক কুখ্যাত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ব্যবহার করে এই নজিবুর আমাকে অপহরণ এবং গুম করতে চেয়েছিলেন। বিপদ থেকে রক্ষা করেছিলেন পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারী। আগেই এক পোস্টে সেই কাহিনী জানিয়েছি। আজ আমার মনটা খুবই ভালো। মহান আল্লাহতালার কাছে শুকরিয়া।’
কর্মজীবনে সাংবাদিক হেলাল উদ্দিন দৈনিক যুগান্তরের বাণিজ্য ও অনলাইন বিভাগের প্রধানসহ বিভিন্ন জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.