জেমস আব্দুর রহিম রানা: যশোরের নওয়াপাড়ায় সারের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন ও অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি-মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। একই সাথে তার গুদাম থেকে ১ হাজার ৫শ’ ২৩ বস্তা সরকারি বরাদ্দের (এমওপি, টিএসপি, ডিএপি) সার উদ্ধার করা হয়। সরকারি এ বরাদ্দের সার ডিলারের নিকট না পাঠিয়ে অধিক দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে তাকে এ জরিমানা করা হয় বলে জানানো হয়েছে। এছাড়া উক্ত সার জব্দ করে তা খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
এদিকে, একই সময় সরকারি সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামে বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজার জাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির মানষিকতায় ১৫শ’ ২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে সার ব্যবস্থাপনা ৮/২ ধারায় দি মনির এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও সরকার নির্ধারিত দামে উক্ত সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, জব্দকৃত সার অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিলিবন্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.