
লুৎফর রহমান তাড়াশ: নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ সভাকক্ষে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেনের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের নতুন সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, বিদ্যুৎসাহী সদস্য খন্দকার শিরিন আরা খানম।
আরো ও বক্তব্য রাখেন
তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী,নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, আব্দুস সালাম, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাইফুল খোন্দকার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তোতা,যুবদল নেতা রিপন তালুকদার, আমিনুল ইসলাম আমিন, মাসুদ রানা, দুলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান খান, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাব্বির খোন্দকার প্রমুখ।
সভার শুরুতেই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি হাসান ইকবাল শহীদ, বিদ্যুৎসাহী সদস্য খন্দকার শিরিন আরা খানমকে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা ফুলের শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান ইকবাল শহীদ বলেন, দক্ষিণ জনপদের শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হচ্ছে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ।এই কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত ষোল বছর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমরা এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো।