
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে অভিনব কৌশলে প্রতারণার চেষ্টা চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক। চকচকে পরিচয়পত্র, টিভি চ্যানেলের স্টিকারযুক্ত গাড়ি ও ইলেকট্রনিক ডিভাইসসহ সাজসজ্জায় ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত এসবই হয়ে ওঠে তাদের প্রতারণার প্রমাণ।
শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শহরের চকদৌলত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ রায়হান (৩৮), বরগুনার কামাল আহমেদ (৪৯), ঢাকার ইমন আমিন (২০) এবং শরীয়তপুরের আরিফ বেপারী (৩৬)।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শনিবার দুপুরে নওগাঁ শহরের চকদৌলত এলাকার বাসিন্দা নিলুফার ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযোগে বলা হয়, ঢাকাফেরত চার ব্যক্তি নিজেকে ‘আইনী সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’-এর মানবাধিকারকর্মী এবং ‘এবিসি বাংলা টিভি’র সাংবাদিক পরিচয়ে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন।
স্থানীয়দের ডেকে তারা একাধিক প্রশ্ন করেন ও মধ্যস্থতার নামে সক্রিয় হন। এনএসআই-এর তথ্য অনুযায়ী, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সরকারি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক মীমাংসার নামে অর্থ আদায়সহ অনৈতিক সুবিধা গ্রহণ করতেন। এ ছাড়া ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া, বিকৃত ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের একজন ২০২৫ সালের ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কর্মকর্তা সেজে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।