নওগাঁয় ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেজে প্রতারণার চেষ্টা, আটক ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে অভিনব কৌশলে প্রতারণার চেষ্টা চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক। চকচকে পরিচয়পত্র, টিভি চ্যানেলের স্টিকারযুক্ত গাড়ি ও ইলেকট্রনিক ডিভাইসসহ সাজসজ্জায় ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত এসবই হয়ে ওঠে তাদের প্রতারণার প্রমাণ।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শহরের চকদৌলত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ রায়হান (৩৮), বরগুনার কামাল আহমেদ (৪৯), ঢাকার ইমন আমিন (২০) এবং শরীয়তপুরের আরিফ বেপারী (৩৬)।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শনিবার দুপুরে নওগাঁ শহরের চকদৌলত এলাকার বাসিন্দা নিলুফার ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযোগে বলা হয়, ঢাকাফেরত চার ব্যক্তি নিজেকে ‘আইনী সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’-এর মানবাধিকারকর্মী এবং ‘এবিসি বাংলা টিভি’র সাংবাদিক পরিচয়ে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন।

স্থানীয়দের ডেকে তারা একাধিক প্রশ্ন করেন ও মধ্যস্থতার নামে সক্রিয় হন। এনএসআই-এর তথ্য অনুযায়ী, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সরকারি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক মীমাংসার নামে অর্থ আদায়সহ অনৈতিক সুবিধা গ্রহণ করতেন। এ ছাড়া ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া, বিকৃত ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের একজন ২০২৫ সালের ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কর্মকর্তা সেজে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো

ভারতীয় পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালেন মণিপুর রাজ্যের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক: সেভেন সিস্টার খ্যাত মনিপুর রাজ্য থেকে ভারতীয় পতাকা নামিয়ে সাত রঙের একটি পতাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে রাজভবন

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

পিকনিকের কথা বলে আদালতে নেওয়া হলে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাবার কথা বলে আদালতে নিয়ে যাওয়া হয় সাক্ষী দেওয়ানোর জন্য। সোমবার সকালে ওই

দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: কমপক্ষে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে সরকার এসব

খাগড়াছড়িতে ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক-১

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের ঘটনায়