ধর্ষণের হুমকি দি‌য়ে নারী সমন্বয়কের বাড়িতে চিরকুট

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দি‌য়ে চিরকুট দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ওই সমন্বয়কের নিজ বাড়ির বারান্দায় তার ছোট ভাই এটি দেখতে পায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

চিরকুটের লেখা হয়েছে, “ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

খোঁজ নিয়ে জানা যায়, হুমকি পাওয়া ওই নারী নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। মেয়েটি নিজ বাড়ির বারান্দায় ওই চিরকুটটি পেয়ে গ্রুপে পোস্ট করেন বলে জানিয়েছেন। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী সমন্বয়ক ছিলেন দুজন। কিন্তু সেই দুজনের কেউই এমন হুমকির শিকার হননি। তবে নিজের নাম পরিচয় গোপন রাখায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সংগঠক নিয়তি সরকার নিতু জানান, আন্দোলনে অংশ নেওয়া এক নারীর বাড়িতে কে বা কারা চিরকুট লিখে সম্মানহানীর ভয় দেখিয়েছে। ইতিপূর্বেই বগুড়ায় এক সহ-সমন্বয়ককে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। একের পর এক এমন অপ্রীতিকর ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়কদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, মেয়েটি পরিচয় গোপন করলেও প্রশাসনের নীরব থাকবার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বগুড়ায় আন্দোলনে অংশগ্রহণকারীদের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানাই।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে সদরের নওদাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবীব সায়েমকে দেয়াল লেখনী ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ দিয়ে মৃত্যুর হুমকি দেন দুর্বৃত্তরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঋণের চাপে মায়ের আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া দুই সন্তানের জননী ডালিয়া বেগম (৩৮) নামে এক ব্যক্তি এনজিওর ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৯

লাইসেন্স ফেরত চায় সিটিসেল, অভিযোগ তারানা হালিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল ব্যবসায় ফিরতে চায়। সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে। অপারেটিং ও রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত

আরও ৮৮ মিয়ানমার সীমান্তরক্ষীর বাংলাদেশে অনুপ্রবেশ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আরও ৮৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা নৌকায় নাফ নদী পেরিয়ে

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে

মর্গের আঙ্গিনায় আর্তনাদ, দিশেহারা নিহতদের স্বজনরা’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডে এক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহদের স্বজনদের আহজারিতে থমকে যাচ্ছে বেইলি রোড সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। কোথায় গেলি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ১৪ জুলাই (শুক্রবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সন্মান) শ্রেণির সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার