নিজস্ব প্রতিবেদক: গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে হামলাকারীদের অন্যতম সন্ত্রাসী যুবলীগ নেতা মো. জাহাঙ্গীরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ)। দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। এ সময় তারা জাহাঙ্গীরকে দেখতে পান এবং মুহূর্তেই তাকে ঘিরে ফেলেন। পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
জাহাঙ্গীর যুবলীগের একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইনস ১ নম্বর ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান জাহাঙ্গীর। সে সময় হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েক মাস পর ভোল পরিবর্তন করে জাহাঙ্গীর জনতার কাতারে আসার নাটক করছিলেন।
রোববার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেন যুবলীগ নেতা জাহাঙ্গীর। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “আমরা তাকে হেফাজতে নিয়েছি। আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”