‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো জরুরি : তসলিমা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ছবিটি দেখে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করলেন তিনি। তার মতে, কেরালা স্টোরির চেয়ে জরুরি ‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো।

মঙ্গলবার (৯ মে) সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখেন এই লেখিকা। তার পরপরই নিজের ফেসবুক দেয়ালে ছবিটি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ দেখা হলো। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার সময় যেরকম অনুভূতি, এই সিনেমা দেখার সময় প্রায় একই রকম অনুভূতি আমার। যেন মুসলমান মাত্রই বদের হাড্ডি, মুসলমান মাত্রই আতঙ্কবাদী।”

তসলিমা লেখেন, ‘পৃথিবীর প্রায় ১.৯ বিলিয়ন মুসলমান যদি জঙ্গি হতো, তাহলে পৃথিবীর কী হাল হতো, তা নিশ্চয়ই অনুমান করতে পারি। মুসলমানদের মধ্যে বেনামাজি, বেরোজদার বহুত। মুসলমানদের মধ্যে ধর্ম না জানা, ধর্মের যাবতীয় রুলস এবং রিচুয়ালস  না পালন করা লোকের সংখ্যাই আমার বিশ্বাস বেশি। মেয়েদের সমানাধিকারে আর মানবাধিকারে বিশ্বাস করা, শিক্ষিত সভ্য লোকও এই সম্প্রদায়ে প্রচুর।’

তার যুক্তিতে, ‘এগনোস্টিক আর এথিস্টের সংখ্যাও তো বাড়ছে। এরা ধর্ম ঠিকঠাক না মানলেও  এদের  মুসলমান  বলেই ডাকা হয়, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্ম না মানা লোকদেরও ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ বলে ডাকা হয়। এসব তাদের ধার্মিক পরিচয় নয়, এসব সাংস্কৃতিক পরিচয়।’

কেমন ছিল ‘দ্য কেরালা স্টোরি’? তার লেখায় তারও জবাব পাওয়া গেল। তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ কোনওভাবেই উন্নতমানের ফিচার ফিল্ম নয়। এতে আছে কিছু সত্য তথ্য, আছে অতিরঞ্জন।  কোরআন হাদিসের মানবতাবিরোধী আর নারীবিরোধী শ্লোকগুলো বিভিন্ন কথোপকথনের মধ্যে এত বেশি  গুঁজে দেওয়া হয়েছে যে, কারো সংলাপকে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত মনে হয়নি। আইসিসদের বর্বরতা আর বীভৎসতা নিয়ে  এ পর্যন্ত বেশ কিছু সিনেমা বানানো হয়েছে, সিনেমাগুলো ‘দ্য কেরালা স্টোরি’র চেয়ে কিন্তু বেটার।”

ছবির দেওয়া তথ্যের বিষয়ে সন্দেহ পোষণ করেন তসলিমা নাসরিন। তিনি আরও লেখেন, “কেরালার ৩২০০০ মেয়ে আইসিসে যোগ দিয়েছে, এই তথ্য সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ। পাকিস্তান আর বাংলাদেশ থেকে বরং মুসলমানেরা বেশি যোগ দিয়েছে আইসিসে। এই দুটো দেশে আইসিসের আক্রমণও নেহাত কম হয়নি। ‘দ্য কেরালা স্টোরি’র চেয়ে জরুরি ‘দ্য পাকিস্তান স্টোরি’ বা ‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো।”

তবে সিনেমা পছন্দ না হলেও এটি নিষিদ্ধের পক্ষে নন লেখিকা। ফেসবুক স্ট্যাটাসের শেষ দিকে তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ আমার পছন্দের সিনেমা নয়। তাই বলে আমি কিন্তু চাই না এই সিনেমা কোথাও নিষিদ্ধ হোক, কোথাও এর প্রদর্শনী কোনো কারণে বন্ধ থাকুক। এই সিনেমা হয়তো কিছু মানুষকে মুসলিমবিরোধী হতে উদবুদ্ধ করবে। অনেক শিল্প সাহিত্যেই কোনো দর্শনের বিপক্ষে, কোনো জাতি বা সম্প্রদায় বা ব্যক্তির কার্যকলাপের বিরুদ্ধে সমালোচনা থাকে। তাই বলে সেইসব শিল্প সাহিত্যকে ঝেঁটিয়ে বিদেয় করতে হবে কেন!”

প্রসঙ্গত, গত ৫ মে ভারতজুড়ে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে ইতোমধ্যে ছবিটি তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিছু কিছু রাজ্যে ছবিটিকে করমুক্ত করা হয়েছে। শত বিতর্ক ও নিষিদ্ধের মুখে পড়েও ছবিটির আয় ঊর্ধ্বমুখী। গত ৫ দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৬.৮৬ কোটি রুপিতে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে শিক্ষক-সরকারি কর্মকর্তাদের হয়রানি

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে অবসান হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামল। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন দলটির

‘সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ’

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

‘তারেকের বিরুদ্ধে চার্জশিট, গ্রেপ্তারি পরোয়ানা জারি’

ঠিকানা টিভি ডট প্রেস: জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সম্পূরক চার্জশিট দিয়েছে

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে কমবে আমদানিনির্ভরতা, সাশ্রয় হবে খরচ

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরই উৎপাদনে আসছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২,৪০০