‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো জরুরি : তসলিমা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ছবিটি দেখে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করলেন তিনি। তার মতে, কেরালা স্টোরির চেয়ে জরুরি ‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো।

মঙ্গলবার (৯ মে) সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখেন এই লেখিকা। তার পরপরই নিজের ফেসবুক দেয়ালে ছবিটি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ দেখা হলো। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার সময় যেরকম অনুভূতি, এই সিনেমা দেখার সময় প্রায় একই রকম অনুভূতি আমার। যেন মুসলমান মাত্রই বদের হাড্ডি, মুসলমান মাত্রই আতঙ্কবাদী।”

তসলিমা লেখেন, ‘পৃথিবীর প্রায় ১.৯ বিলিয়ন মুসলমান যদি জঙ্গি হতো, তাহলে পৃথিবীর কী হাল হতো, তা নিশ্চয়ই অনুমান করতে পারি। মুসলমানদের মধ্যে বেনামাজি, বেরোজদার বহুত। মুসলমানদের মধ্যে ধর্ম না জানা, ধর্মের যাবতীয় রুলস এবং রিচুয়ালস  না পালন করা লোকের সংখ্যাই আমার বিশ্বাস বেশি। মেয়েদের সমানাধিকারে আর মানবাধিকারে বিশ্বাস করা, শিক্ষিত সভ্য লোকও এই সম্প্রদায়ে প্রচুর।’

তার যুক্তিতে, ‘এগনোস্টিক আর এথিস্টের সংখ্যাও তো বাড়ছে। এরা ধর্ম ঠিকঠাক না মানলেও  এদের  মুসলমান  বলেই ডাকা হয়, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্ম না মানা লোকদেরও ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ বলে ডাকা হয়। এসব তাদের ধার্মিক পরিচয় নয়, এসব সাংস্কৃতিক পরিচয়।’

কেমন ছিল ‘দ্য কেরালা স্টোরি’? তার লেখায় তারও জবাব পাওয়া গেল। তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ কোনওভাবেই উন্নতমানের ফিচার ফিল্ম নয়। এতে আছে কিছু সত্য তথ্য, আছে অতিরঞ্জন।  কোরআন হাদিসের মানবতাবিরোধী আর নারীবিরোধী শ্লোকগুলো বিভিন্ন কথোপকথনের মধ্যে এত বেশি  গুঁজে দেওয়া হয়েছে যে, কারো সংলাপকে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত মনে হয়নি। আইসিসদের বর্বরতা আর বীভৎসতা নিয়ে  এ পর্যন্ত বেশ কিছু সিনেমা বানানো হয়েছে, সিনেমাগুলো ‘দ্য কেরালা স্টোরি’র চেয়ে কিন্তু বেটার।”

ছবির দেওয়া তথ্যের বিষয়ে সন্দেহ পোষণ করেন তসলিমা নাসরিন। তিনি আরও লেখেন, “কেরালার ৩২০০০ মেয়ে আইসিসে যোগ দিয়েছে, এই তথ্য সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ। পাকিস্তান আর বাংলাদেশ থেকে বরং মুসলমানেরা বেশি যোগ দিয়েছে আইসিসে। এই দুটো দেশে আইসিসের আক্রমণও নেহাত কম হয়নি। ‘দ্য কেরালা স্টোরি’র চেয়ে জরুরি ‘দ্য পাকিস্তান স্টোরি’ বা ‘দ্য বাংলাদেশ স্টোরি’ বানানো।”

তবে সিনেমা পছন্দ না হলেও এটি নিষিদ্ধের পক্ষে নন লেখিকা। ফেসবুক স্ট্যাটাসের শেষ দিকে তিনি লেখেন, “দ্য কেরালা স্টোরি’ আমার পছন্দের সিনেমা নয়। তাই বলে আমি কিন্তু চাই না এই সিনেমা কোথাও নিষিদ্ধ হোক, কোথাও এর প্রদর্শনী কোনো কারণে বন্ধ থাকুক। এই সিনেমা হয়তো কিছু মানুষকে মুসলিমবিরোধী হতে উদবুদ্ধ করবে। অনেক শিল্প সাহিত্যেই কোনো দর্শনের বিপক্ষে, কোনো জাতি বা সম্প্রদায় বা ব্যক্তির কার্যকলাপের বিরুদ্ধে সমালোচনা থাকে। তাই বলে সেইসব শিল্প সাহিত্যকে ঝেঁটিয়ে বিদেয় করতে হবে কেন!”

প্রসঙ্গত, গত ৫ মে ভারতজুড়ে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে ইতোমধ্যে ছবিটি তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিছু কিছু রাজ্যে ছবিটিকে করমুক্ত করা হয়েছে। শত বিতর্ক ও নিষিদ্ধের মুখে পড়েও ছবিটির আয় ঊর্ধ্বমুখী। গত ৫ দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৬.৮৬ কোটি রুপিতে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক

কাজিপুরে হাবিবুর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে স্বজনদের মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কাজিপুরে বরইতলী গ্রামের কৃষক হাবিবুর রহমানকে ট্রাকচাপায় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও গ্রামবাসী। শুক্রবার

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টির রেকর্ড ৩৬ দিনের তাণ্ডবে প্রাণহানি ১,২০০

ঠিকানা টিভি ডট প্রেস: সর্বোচ্চ ৩৬ দিন তাণ্ডব চালিয়েছিল দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় ফ্রেডি। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি গত বছর ভারত মহাসাগরের উপকূলে প্রথমে আঘাত হেনেছিল। এরপর উত্তরপশ্চিম অস্ট্রেলিয়া

রাতের মধ্যেই ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের ১৪ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর

সিরাজগঞ্জে আবারো বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তৃতীয় দফায় আবারো বাড়ছে যমুনা নদীর পানি। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

সিলেটে পানি সঙ্গে বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট, বিয়ানীবাজার ও বড়লেখা: সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে জকিগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম