একে আজাদ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে পরে মোঃ ফিরোজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।ফিরোজ শেখ মানিকগঞ্জের শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশের আসগর আলী শেখে'র ছেলে। সে সেলফি পরিবহনের সহকারীর কাজ করতো।
প্রত্যক্ষদর্শি বাংলাদেশ হ্যাচারীজের মেকানিক্যাল ইন্জিনিয়ার মনিরুজ্জামান মিন্টু জানান আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভোরে দৌলতদিয়া লঞ্চঘাটে মাছ শিকারের জন্য নদীতে বরশি ফেলি। হঠাৎ সকাল সোয়া ৭টার দিকে পিছন থেকে ওই যুবক এসে নদীতে পড়ে যায়। আমি তখন আশেপাশের লোকজনকে ডাকাডাকি করি। এর কিছুক্ষণ পর ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ওই যুবকের বাবা আজগর আলী শেখ জানান আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল। গোয়ালন্দে আমার আত্মীয় থাকায় সে গতকাল রাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পল্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ আক্রান্ত হলে নদীতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ সাবেকুল ইসলাম জানান সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌছায়। ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই যুবককে সাড়ে ৮টা দিকে মৃত উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মোঃ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সোয়া ৭টার দিকে সংবাদ পাই লঞ্চঘাটে পল্টন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশন কে সংবাদ দেই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলে তাকে উদ্ধার করে। মৃতদেহের শ্রোতহাল রিপোর্ট শেষ হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.