নিজস্ব প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনায় দৈনিক ডেসটিনি পত্রিকার ২৫ সাংবাদিকের জন্য তিনদিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২১ জুলাই)।
আগামী ২৩ জুলাই রবিবার দুপুর দুইটায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে। পিআইবির মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সনদপত্র দিবেন।
দৈনিক ডেসটিনি পত্রিকার সহযোগিতায় পিআইবি এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে । পিআইবির সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ সকাল নয়টায় রেজিস্ট্রেশনের পর সাড়ে নয়টায় প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে প্রশিক্ষণ শেষ হবে বিকাল সাড়ে চারটায়।
প্রশিক্ষণের প্রথম কর্মদিবসে আজ সংবাদ ধারণা, কাল শনিবার (২২ জুলাই) সাক্ষাৎকার ও ফিচার এবং পরশু রবিবার (২৩ জুলাই) তৃতীয় কর্মদিবসে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ কোর্সে সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে খুঁটিনাটি, সমসাময়িক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, সাংবাদিকতার নীতি ও নৈতিকতা, বস্তনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচকতা ও অপসাংবাদিকতার নেতিবাচকতা সম্পর্কে আলোচনা করা হবে।
রিসোর্স পারসন হিসেবে এই কোর্সের প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ, পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মানিক, বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।
৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে দৈনিক ডেসটিনির পক্ষে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো: আবুল হাছান।
দৈনিক ডেসটিনির সাংবাদিক প্রশিক্ষণার্থীরা হলেন–এ এইচ এম রফিকুল ইসলাম ভুঁইয়া, নাসিমা আক্তার, মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ, হেলাল খান টুটুল,মো: বদরুল আমিন, মো: উজ্বল মিয়া, মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান, মো: শাকিল হোসেন, নির্মল চন্দ্র ঘোষ, মো: ফরহাদ হোসেন, ডাঃ মো: সোহরাব হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: আখলাকুর রহমান, মো: সামসুদ্দিন আহমেদ, মো: আলহাজ আহমেদ, মো: হারুন অর রশীদ, মুকতার উজ্জামান, মো: জুবায়ের আহমেদ, মো: আইনাল হক, মো: আসাদুল ইসলাম, মো: মাসুম হাওলাদার, মো: সাইফুল ইসলাম ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.