দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা: জয়

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) দায়ী করেছেন। তিনি দাবি করেন, বিদেশি শক্তি এই আন্দোলন পরিচালিত করেছে।

শনিবার ( ১০ আগস্ট’) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

শেখ হাসিনার বক্তব্য বিকৃত করা হয়েছিল বলে দাবি করে জয় বলেন, ‘তারা আমার মায়ের বক্তব্য সেখান থেকে নিয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে, আমরা রাজাকারদের পরিবারকে চাকরিতে চাই না। তারা সেই বক্তব্য তা বিকৃত করে ছড়িয়েছে যে, আমার মা বলেছেন, আন্দোলনকারীরা রাজাকার। আমার মা কখনও এ কথা বলেননি। তবে এটি ছড়িয়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ছোট গোষ্ঠীটি বিদেশী একটি গোয়েন্দা সংস্থা দ্বারা প্ররোচিত হয়েছিল। আমি আইএসআইকে প্রবলভাবে সন্দেহ করি। আন্দোলন অব্যাহত রাখার কোনো কারণ ছিল না। কারণ কোটা আমাদের সরকার বাধ্যতামূলক করেনি।’ তিনি বলেছেন, ‘পুলিশকে বল প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়নি এবং অতিরিক্ত বল প্রয়োগকারী কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।’ এ সময় তিনি প্রশ্ন তোলেন, কীভাবে বিক্ষোভকারীরা অস্ত্র পেয়েছিলেন?

সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন জয়। এই সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন তিনি। জয় বলেন, ‘আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘুদের রক্ষা করেছে এবং বর্তমান সরকার তা করতে ব্যর্থ হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপদ রাখতে, বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে চাই।’

শেখ হাসিনা সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাগ্রহণের ১২ ঘণ্টার মধ্যে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) ভুল করতে শুরু করেছে। তারা এরইমধ্যে জানিয়েছে যে, নির্বাচনকে তারা গুরুত্ব দিচ্ছে না। দেশের সংস্কারে বিগত সরকারের বিচারকে তারা অগ্রাধিকার দিচ্ছে। একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করা এক জিনিস; শাসন করা অন্য জিনিস। তারা জনগণের দ্বারা নির্বাচিত না। তাদের কথা কে শুনবে?’

এদিকে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশছাড়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। তিনি পদত্যাগ করেননি। যে কারণে আইন অনুযায়ী তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শনিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।

জয় দাবি করেন, ‘তিনি (শেখ হাসিনা’) একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তখন সময় ছিল না। আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। সংবিধান মতে, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার

সাবেক প্রতিমন্ত্রী শামীম গ্রেপ্তার

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। বিষয়টি

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে

দেশে কোকা-কোলার বিনিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি) ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে তুর্কি কোম্পানি কোকা-কোলা আইসেসেক (সিসিআই) শিল্পের বিকাশের জন্য পরবর্তী সময়ে