দেশের ৯৬ শতাংশ মানুষ করোনা থেকে এখন সুরক্ষিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুব ভালো করেছে। বিশ্বে প্রথম এবং এশিয়ায় প্রথম হয়েছে। যখন অন্যান্য দেশ কোভিড টিকাই পায়নি, তখন আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি।
বুধবার (২১ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ আয়োজিত স্টার অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোভিড মহামারি মোকাবিলায় বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় রেমডেসিভির খুবই আলোচিত ছিল। রেমডেসিভির বের হওয়ার ১০ দিনেই আমরা নিয়ে এসেছি। প্রতিটি রেমডেসিভির কোর্সের মূল্য ৫০ হাজার টাকা, আমরা তা বিনামূল্যে দিয়েছি। আমরা একদিনে ১ কোটি ২০ লাখ পর্যন্ত টিকাও দিয়েছি।
মন্ত্রী বলেন, করোনার সময়ে প্রাইভেট হাসপাতালগুলো তালাবদ্ধ করে পালিয়েছিল, তাদের আবারও আনতে হয়েছে আমাদের। কোভিড মোকাবিলা করতে কষ্ট হয়েছে, তবে সমালোচনাও হয়েছে। আমরা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আমাদের চিকিৎসক-নার্স, গণমাধ্যমের ব্যক্তিরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সবমিলিয়েই আমরা সফলভাবে কোভিড মোকাবিলা করেছি।
জাহিদ মালেক বলেন, মন্দা এখনো আছে। জিনিসপত্রের দাম বেড়েছে। গ্যাস, পেট্রলের দাম বেড়েছে। এটা শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়েই দাম বেড়েছে। এটা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে।
তিনি বলেন, আমরা হাসপাতালগুলোতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করেছি। এরই মধ্যে ২০০টি হাসপাতালে চালু হয়েছে। আগামীতে বাকিসব হাসপাতালেও চালু করবো। এতে রোগীরাও খুশি, চিকিৎসকরাও খুশি।