নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ
সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগ
একই সময়ে পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ
পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের কিছু এলাকায় বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগ
সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টি হতে পারে। রাতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ
সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে শেরপুর ও নেত্রকোনার কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ
দুপুর ৩টার আগে বৃষ্টির সম্ভাবনা কম। এর পর দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
রাজশাহী বিভাগ
বিকেল ৫টার আগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুই-একটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগ
সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় বৃষ্টি হতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।
সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুরে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। বিকেল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বৃষ্টি নামতে পারে। ত্রিপুরায় দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেল থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.