নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। দাবি না মানলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন তারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডিলার ও এলাকাবাসী কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়ায় যুবকরা সরে পড়েন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, নাহিদ ইসলাম, আবু হাসান ও সংগঠনটির দেবহাটা শাখার বহিষ্কৃত আহ্বায়ক মুজাহিদুল ইসলাম।
অভিযুক্ত নাজমুল হোসেন রনি দাবি করেন, ডিলারশিপের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার একটি ভিডিও তার কাছে আছে। তবে ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তাকে টাকা দেওয়ার চেষ্টা করা হলেও তিনি গ্রহণ করেননি।
কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম জানান, কয়েকজন যুবক এসে কর্মকর্তার উপস্থিতি সম্পর্কে জানতে চান। পরে তারা উত্তেজিত হয়ে অফিসে তালা দেওয়ার হুমকি দেন।
স্থানীয় ডিলাররা বলেন, সম্প্রতি কিছু যুবক সমন্বয়ক পরিচয়ে অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বুধবারও তারা তালা দিতে এলে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, ‘কয়েকজন যুবক আমার অফিসে গিয়ে ২০ হাজার টাকা দাবি করেছে বলে জেনেছি। ঘটনাস্থলে আমি ছিলাম না।’
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, ডিলারশিপ নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছিল। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.