শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে পরিস্কার করার পাশাপাশি দূষণমুক্ত রাখতে পার্কে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থীদের সচেতন করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারী) ইকোপার্ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের ব্যানারে বাঁশখালী সরকারি আলাওল কলেজের রোভার স্কাউট গ্রুপ সহ স্থানীয় অংশীজনদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক এর নের্তৃত্বে এতে অভিযানে অংশ নেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ, ইকোপার্কের সাবেক সিপিজি সভাপতি মো. এরশাদ আলী, পার্ক ইজারাদার প্রতিনিধি ডা. মো. ইউনুস সহ ফরেস্ট রেঞ্জার, ইকোপার্কের স্টাফবৃন্দ, সরকারি আলাওল কলেজের রোভার স্কাউট গ্রুপ এবং স্থানীয় অংশীজন।
ইকোপার্কের কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন- 'বাঁশখালী ইকোপার্ক আমাদের নিজেদের বিনোদন স্পট। তাই এটিকে পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। পার্কের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন রাখা থাকলেও সচেতনতার অভাবে অনেক দর্শনার্থী যেখানে সেখানে ময়লা ফেলে সৌন্দর্যকে ম্লান করে দেয়।আমরা এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সকলের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.