
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা রাষ্ট্রে বিরূপ প্রভাব ফেলছে।,
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলছে নীতিহীনতা—এ সবটার প্রভার পড়েছে আমাদের এ সমাজে। সব গণমাধ্যম এ প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি।’
রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে সরকারের উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.