দুর্নীতি,অবৈধ উপার্জনের অভিযোগ স্থানীয় সরকারের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম বিরুদ্ধে

শহরে আলিশান ফ্ল্যাট। গ্রামে বিপুল পরিমাণ ফসলি জমি

সিরাজগঞ্জ প্রতিনিধি: পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অবৈধ ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ ওঠেছে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি শহরে আলিশান ফ্ল্যাট, গ্রামে বিপুল পরিমাণ ফসলি জমিসহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে মনিরুল ইসলাম। পিতা ছিলেন, সাধারণ কৃষক। সামন্য জমিতে চাষবাদ করে কোন রকম সংসার চলতো আবু বক্কার সিদ্দিক। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মনিরুল ইসলাম লেখাপড়া শেষ করে ১৯৯৯ সালে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে (সিও) পদে চাকরী শুরু করেন। পরে চাকরী করা অবস্থায় স্থানীয় বিভিন্ন মহলের প্রভাবশালীদের সাথে মনিরুল ইসলামের সখ্যতা শুরু হয়। পরে ২০২২ সালের (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের (সিএ) হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরীর পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান (২৩ আগষ্ট) ২০২৩ সালে। সেই থেকে মনিরুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। স্থানীয় সরকার বিভাগের যোগদানের পর থেকে গড়ে তুলেছেন নিজের মত সিন্ডিকেট। উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো দুর্নীতি করে চলেছেন মনিরুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের কয়েকজন ব্যক্তি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন মনিরুল ইসলাম। কয়েক বছর আগে, শহরের ব্রাইট হেলথ হাসপাতালের (৭ম তলায়) ২ হাজার স্কয়ার ফিডের একটি ফ্ল্যাট ক্রয় করেছেন। যার মুল্য ৫০ লাখ টাকা। শুধু শহরেই না স্ত্রী ও সন্তানের নামেও করেছেন সম্পদের পাহাড়। তার জন্মভুমিতে কয়েক বিঘা ফসলি জমিও ক্রয় করেছেন। এই দুর্নীতিবাজের ভয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মচারীরা সব সময় ভয়ে থাকে। উনার সিন্ডিকেট ভেঙ্গে যাবে, একারনে টাকা দিয়ে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন এই মনিরুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক (ইউপি)। সচিব বলেন, জেলার ইউনিয়ন পরিষদের সকল প্রকল্পের কাজের বিল ও হাট বাজার ইজারায় প্রশাসনিক কর্মকর্তার চাহিদা অনুযায়ী টাকা না দিলে তিনি বিল পাশ করতেন না। এই অবৈধ অর্থে তিনি শহরে ক্রয় করেছেন আলিশান ফ্ল্যাট ও তার নিজ গ্রামের বাড়িতেও কয়েক বিঘা ফসলি জমি ক্রয় করেছেন। এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দুদকের নজরের জোড় দাবি জানাচ্ছি।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক কোর্ট ভবণ শাখা থেকে ১৩ লাখ টাকা ও আত্মীয়স্বজদের কাছ থেকে কিছু টাকা হাওলাদ নিয়ে এই ফ্ল্যাট কিনেছি। আমি কোন দুর্নীতির সঙ্গে জড়িত নাই।

সরকারী চাকরী নীতিমালা অনুযায়ী ৩ এর ১৭ ধারা মোতাবেক ২ লাখ ৫০ হাজার টাকার উর্দ্ধে সম্পদের বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এই ফ্ল্যাট কেনার বিষয়ে উর্ধবতন কর্মকর্তাদের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায় বলেন, আমি নতুন এসেছি। তবে সরকারী চাকরী আচারণ নীতিমালার বাইরে কেউ ব্যক্তিগত ভাবে সম্পদ অর্জন করলে তার দায়-দায়িত্ব তার উপরেই বর্তাবে।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপের ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে

লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপন

বাসভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার (৩ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে

ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজনে গণ ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (NCP) যুগ্ম

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি “পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক” যুদ্ধবিরতি হয়েছে,