বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও বৈলছড়ি ইউনিয়ন সনাতনী সম্প্রদায়ের সাথে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধায় চেচুরিয়া কুলিন পাড়াস্থ বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের হলরুমে বৈলছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহিব্বুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা। বৈলছড়ি ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি শাহেদ আলীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, প্রবীণ শিক্ষক মাস্টার মনির আহমদ, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ডা. জহির উদ্দীন, নুরুল হুদা, রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা এস.এম খালেদ হক, বৈলছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর চৌধুরী, সাধারণ সম্পাদক ছোটন বিশ্বাস, রানা তালুকদার, সুমন চৌধুরীসহ প্রমূখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.