সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ২ ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা ও চক্ষু সেবা কেন্দ্র সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৪ অক্টোবর)। বিকেল ৪টার দিকে পৌর শহরের মুক্তার পাড়া এলাকায় শামিম আই কেয়ার ও দরগাহ রোডে অবস্থিত প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্রে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. শামিম হোসেন ও মো. আব্দুল্লাহ আল মামুন সরকার নামে ২ ভুয়া চক্ষু চিকিৎসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন, এনএসআই সিরাজগঞ্জ কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলামসহ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, সিরাজগঞ্জে পৃথক দুটি প্রতিষ্ঠানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দুই ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.