দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, তিন পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের আটক করে। আটক তিন পুলিশ সদস্য ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় কর্মরত।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দারুল আমান বাজার এলাকার মদন ব্যাপারীর বাড়ির সামনে থেকে দুই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টার দিকে ডামুড্যা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অপহরণকারীদের তিনজনকে আটক করে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে আজ শুক্রবার সকালে আরেকজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

আটক তিন পুলিশ সদস্য হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা এলাকার বাচ্চু মিয়া শেখের ছেলে কৌশিক আহমেদ সেতু (৩০)। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। অন্যজন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বড় শিধুলকুড়া এলাকার মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে কাউসার তালুকদার (২৯)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কনস্টেবল হিসেবে কর্মরত। তৃতীয়জন হলেন মাগুরার বাসিন্দা রুবায়েত মীর (২৭)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যজন তাঁদের সহযোগী কুমিল্লার লাকসাম উপজেলার আমৌদা এলাকার মৃত আনা মিয়ার ছেলে শরীফ হোসেন (৩৫)।

আটক চার ব্যক্তির মধ্যে তিনজন পুলিশ সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। তাঁদের পুলিশ পাহারায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

উদ্ধার হওয়া দুই ব্যবসায়ী হলেন জেলার ভেদরগঞ্জ উপজেলার ইকর কান্দি এলাকার মৃত সোহরাব সরদারের ছেলে মোহাম্মদ জুয়েল সরদার (৩২) ও একই এলাকার মোহাম্মদ কাসেম সরদারের ছেলে ফয়সাল সরদার (২৪)। তাঁরা ডামুড্যা বাজারের কাপড়ের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জুয়েল সরদার ও ফয়সাল সরদার। রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যা উপজেলার দারুল আমান বাজারের কাছে মদন ব্যাপারীর বাড়ির সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮৫৮) ও একটি মোটরসাইকেল এসে তাঁদের পাশে থামে। এ সময় আট ব্যক্তির মধ্যে চারজন গাড়ি থেকে নেমে এসে জুয়েল ও ফয়সালকে জোর করে গাড়িতে তুলে নেন। পরে অপহরণকারীরা ওই দুই ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুর ঘুরে রাত ১টার দিকে ডামুড্যা শহরের বাসস্ট্যান্ডে গেলে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আর পাঁচ অপহরণকারী পালিয়ে যান। পালিয়ে যাওয়াদের মধ্যে একজনকে আজ সকালে আটক করেছে পুলিশ।’

প্রত্যক্ষদর্শী ফাহিম আব্বাস বলেন, ‘এলাকায় ডাকাত পড়েছে শুনে আমি বাড়ি থেকে বের হই। পরে শুনি ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় তাদের তিনজনকে আটক করা হয়েছে। আমি একজনকে জড়িয়ে ধরি। পরে এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ছাড়া কয়েকজন পালিয়ে যায়। এর মধ্যে শুক্রবার সকালে একজন আটক হয়েছে বলে শুনেছি।’

মিজানুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘জুয়েল ও ফয়সাল আমার চাচতো ভাই। তাদের ডামুড্যা ও ভেদরগঞ্জে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অপহরণকারীরা ফয়সালকে দিয়ে তার ভাই স্বাধীন সরদারকে ফোন করে। তাদের কাছে ২০ লাখ টাকা চায় অপহরণকারীরা। তখন ব্যাংক, বিকাশ ও নগদ থেকে ৩ লাখ ৯১ হাজার টাকা পাঠায় তাদের। পরে আরও টাকা দাবি করলে তাদের লোভ দেখিয়ে ডামুড্যা শহরের বাসস্ট্যান্ডে আনা হয়। বাসস্ট্যান্ড আসলে স্থানীয় লোকজন জুয়েল ও ফয়সালকে উদ্ধার করে এবং তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।’

ভুক্তভোগী ব্যবসায়ী ফয়সাল বলেন, ‘আমরা কাপড় ব্যবসায়ী। দোকান বন্ধ করে রাতে শবে কদরের নামাজ পড়ার জন্য বাড়ি যাচ্ছিলাম। দারুল আমান বাজারের কাছে মদন ব্যাপারীর বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ অপহরণকারীরা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল আমাদের গতিরোধ করে মাইক্রোবাসে তুলে ফেলেন। পরে হাতে পুলিশের হাতকড়া পরিয়ে দেন এবং পিস্তল ঠেকিয়ে তাঁরা বলেন, ‘‘তোরা তো বড় ব্যবসায়ী, তোদের টাকা কই। যদি বাঁচতে চাস, আমাদের ২০ লাখ টাকা দিবি। আমরা পুলিশের লোক।’’ পরে আমরা ১০ লাখ টাকা দিতে রাজি হই। তবু আমাদের লোহার রড দিয়ে পেটায়, কিল-ঘুষি মারে। পরে আমাদের মাদারীপুর লেকপাড় নিয়ে যান। সেখান থেকে আমাকে দিয়ে আমার ভাই স্বাধীনকে ফোন দেওয়ান। আমি তখন টাকা পাঠাতে বলি। আমরা তাঁদের ৩ লাখ ৯১ হাজার টাকা দিই। পরে বাকি ৬ লাখ ৯ হাজার টাকার জন্য অপহরণকারীরা ডামুড্যা শহরের বাসস্ট্যান্ডে আসেন। সেখানে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেন।’

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুই ব্যবসায়ী রাতে দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করা হয় এবং তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অপহরণের ঘটনায় পুলিশ ও জনগণ চারজনকে আটক করেছে। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জামায়াতে আমিরের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর)। রাজধানীর কাকরাইলের

দেশে ফিরতে চান তসলিমা নাসরিন, ড. ইউনূসের কাছে লিখলেন খোলা চিঠি

ঠিকানা টিভি ডট প্রেস: সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সোচ্চার থাকেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আরজি কর থেকে বাংলাদেশের গণঅভ্যুত্থান, হিন্দুদের উপর অত্যাচার, সব নিয়েই ফেসবুকে সরব

অধিগ্রহণ ছাড়াই বাঁশখালীতে ব্যক্তি মালিকানাধীন জায়গায় পাউবোর বাঁধ নির্মাণের অভিযোগ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর খানখানাবাদ ইউপির প্রেমাশিয়ায় অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জায়গায় বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। এব্যাপারে স্থানীয় মৃত আলী আহমদের

মাদ্রাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মাদ্রাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। একই সঙ্গে বাড়ানো হয়েছে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণও। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের

বেলকুচিতে দুস্থদের জন্য বরাদ্দ ১০ টন চাল জব্দ, ডিলারসহ আটক ২ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৃথক অভিযানে দুস্থদের জন্য বরাদ্দের প্রায় ১০ টন চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে

ইজতেমার মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহ‌মেদ ও মাওলানা সাদ কান্দল‌ভি অনুসা‌রি‌দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন।