রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার বিকেলে সরাই হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে।
জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর আদর্শ গ্রাম পয়েন্টে ফুলজোড় নদীর খননকৃত বালি উত্তোলন করে। এই উত্তোলনকৃত বালি টেন্ডারের মাধ্যমে ক্রয় করে স্থানীয় লিটন খান। পরবর্তীতে লিটনের নিকট থেকে উত্তোলনকৃত বালি ক্রয় করে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দাইকোনা সাংগঠনিক সম্পাদক তুষার সহ বেশ কয়েক জন। কিন্তু ক্রয় বিক্রি করতে গিয়ে স্থানীয় শামসুল হক খান গংদের বাধার সম্মুখীন হন। বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ করেও কোন সুফল মেনেনি। যার ফলে গত রবিবার সন্ধ্যায় শামসুল হক খান গংরা একটি বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিবাদে বালিক্রয়কারীরা স্থানীয় স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ সহ আরো অনেকে। বর্তমানে বালিক্রয় কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কারয়েছে।