
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- মোঃ রবিউল ইসলাম (৪০) মোঃ শাহাদাত হোসেন (৩৫) মোমেনা বেগম (৫০) আরিফা বেগম (৩৫) উক্ত ব্যক্তিদের বাসা বাড়ি তল্লাশি করে বিপুল পরিমান ফেনসিডিল ৯ টি মোবাইলফোন
১টি মানিব্যাগ, নগদ অর্থ- ৪,০০,০০০ (চার লক্ষ টাকা)।
আসামির ঠিকানা: ১. মোঃ রবিউল ইসলাম (৪০) পিতাঃ মৃত আব্দুল সামাদ। গ্রামঃ, বড় হরিপুর, পোস্টঃ মন্মথপুর, উপেলা: পার্বতীপুর, ২. মোঃ শাহাদাত হোসেন (৩৫) পিতাঃ মৃত নিজামুদ্দিন গ্রামঃ বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর,, ৩. মোমেনা বেগম (৫০) পিতাঃ মৃত আব্দুল মজিদ, বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর, ৪. মোঃ আরিফা খাতুন (৩৫) আব্দুল হোসেন, বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর,,,,