দারিদ্র্য-প্রলোভনে কিডনি বিক্রি: ভারতীয় সিন্ডিকেটে বিপন্ন জীবন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে বসে থাকা ৪৫ বছর বয়সি সাফিরুদ্দিন এখনো পেটের ব্যথায় কাতরান। এক সময় ভেবেছিলেন কিডনি বিক্রি করে পরিবারের দারিদ্র্য ঘোচাবেন। ২০২৩ সালের গ্রীষ্মে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ভারতে গিয়ে নিজের কিডনি বিক্রি করেছিলেন। আজ সেই টাকাও শেষ, বাড়ির নির্মাণও অসম্পূর্ণ। দিনমজুরি করলেও শারীরিক অসুস্থতার কারণে কাজ করাও দুরূহ হয়ে উঠেছে।

“আমি স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই কিডনি বিক্রি করেছি,” বললেন সাফিরুদ্দিন। তবে দালালদের দেওয়া প্রলোভনের বাস্তবতা এখন তার কাছে নির্মম প্রতারণা।

এই গ্রামেরই আরও অনেকে একই পথে হেঁটেছেন। ফলে স্থানীয়ভাবে জায়গাটিকে ডাকা হয় ‘এক কিডনির গ্রাম’ নামে। গবেষণা বলছে, কালাইয়ের প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগই দরিদ্র পুরুষ, যাদের বয়স ৩০ বছরের আশপাশে।

ভারতে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে, কিংবা সরকারি অনুমতির ভিত্তিতে করা যায়। কিন্তু এই নিয়মকে পাশ কাটিয়ে দালালরা তৈরি করছে ভুয়া ডিএনএ টেস্ট, নোটারি অ্যাফিডেভিট ও জাল পাসপোর্ট। দাতার পরিচয় বদলে ফেলে আত্মীয়রূপে উপস্থাপন করছে। এই কারসাজির মাধ্যমে কিডনি চলে যাচ্ছে ভারতের ধনী রোগীদের শরীরে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ড. মনিরুজ্জামান বলেন, “দালালরা সাধারণত দাতার নাম পরিবর্তন করে ফেলে। জাল নোটারি সনদ দিয়ে তারা সম্পর্ক প্রমাণ করে। হাসপাতাল কর্তৃপক্ষও অনেক সময় এই জালিয়াতি ইচ্ছাকৃতভাবেই দেখে না।”

বাইগুনি গ্রামের বাইরে বিনাই গ্রামের ৪৫ বছর বয়সি বিধবা জ্যোৎস্না বেগম ২০১৯ সালে দালালদের চাপে পড়েই স্বামীসহ ভারতে কিডনি বিক্রি করেন। চুক্তি অনুযায়ী সাত লাখ টাকা পাওয়ার কথা থাকলেও হাতে আসে মাত্র তিন লাখ। কলকাতার একটি হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কাগজে কিডনি গ্রহীতাকে আত্মীয় দেখানো হয়।

প্রতারণা এখানেই শেষ নয়। ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সজল (ছদ্মনাম) ইভ্যালির ধসের পর ঋণের চাপে ২০২২ সালে নিজের কিডনি বিক্রি করেন। প্রলোভন ছিল ১০ লাখ টাকার, কিন্তু পান মাত্র সাড়ে তিন লাখ। পরে তিনিও দালালের ভূমিকায় নামেন। কয়েক মাস কাজ করে নিরাপত্তাহীনতার কারণে সরে দাঁড়ান।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক কিডনি পাচার চক্র শনাক্তে তারা মাঠে কাজ করছে। সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন, “চক্রের সদস্যদের ধরতে আমরা নিরলস চেষ্টা করছি।”

অন্যদিকে ভারতে সম্প্রতি কিছু চিকিৎসক গ্রেপ্তার হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালের জুলাইয়ে দিল্লিতে কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বিজয়া রাজাকুমারী গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ১৫ জন বাংলাদেশির কিডনি প্রতিস্থাপনের অভিযোগ রয়েছে।

এই পাচার ব্যবসার মূল চালিকাশক্তি—দারিদ্র্য আর আইনের ফাঁকফোকর। কিডনি গ্রহণে আগ্রহী রোগীদের সংখ্যা অনেক বেশি হলেও বৈধ দাতার সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে ধনী রোগীরা দ্রুত সমাধানের জন্য বেআইনি পথে ঝুঁকছেন, আর গরিব দাতারা পড়ে যাচ্ছেন দালালদের ফাঁদে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, “অনেকে চরম দারিদ্র্যের কারণে কিডনি বিক্রি করেন, কিন্তু প্রতারণার শিকার হন। অনেক সময় তাদের ভিসা, পাসপোর্ট ও প্রেসক্রিপশন পর্যন্ত নিয়ে নেওয়া হয় যাতে প্রমাণ না থাকে।”

ভারতের ‘কিডনি ওয়ারিয়রস ফাউন্ডেশন’-এর প্রধান রঘুবংশী বলেন, “বৈধ দাতার অভাবই এই পাচারের মূল কারণ। অসহায় রোগীরা তখন অবৈধ পথ খোঁজেন।”

বিশেষজ্ঞদের মতে, কিডনি পাচার বন্ধে কেবল দালাল ধরলেই হবে না। দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা ভ্রমণ খাতকে মানবিক নীতিমালার আওতায় আনতে হবে। তা না হলে এই নিষ্ঠুর ব্যবসা থামবে না—বরং আরও বিস্তৃত হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির(৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান

কী আছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফরেন

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ