দারিদ্র্য-প্রলোভনে কিডনি বিক্রি: ভারতীয় সিন্ডিকেটে বিপন্ন জীবন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে বসে থাকা ৪৫ বছর বয়সি সাফিরুদ্দিন এখনো পেটের ব্যথায় কাতরান। এক সময় ভেবেছিলেন কিডনি বিক্রি করে পরিবারের দারিদ্র্য ঘোচাবেন। ২০২৩ সালের গ্রীষ্মে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ভারতে গিয়ে নিজের কিডনি বিক্রি করেছিলেন। আজ সেই টাকাও শেষ, বাড়ির নির্মাণও অসম্পূর্ণ। দিনমজুরি করলেও শারীরিক অসুস্থতার কারণে কাজ করাও দুরূহ হয়ে উঠেছে।

“আমি স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই কিডনি বিক্রি করেছি,” বললেন সাফিরুদ্দিন। তবে দালালদের দেওয়া প্রলোভনের বাস্তবতা এখন তার কাছে নির্মম প্রতারণা।

এই গ্রামেরই আরও অনেকে একই পথে হেঁটেছেন। ফলে স্থানীয়ভাবে জায়গাটিকে ডাকা হয় ‘এক কিডনির গ্রাম’ নামে। গবেষণা বলছে, কালাইয়ের প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগই দরিদ্র পুরুষ, যাদের বয়স ৩০ বছরের আশপাশে।

ভারতে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে, কিংবা সরকারি অনুমতির ভিত্তিতে করা যায়। কিন্তু এই নিয়মকে পাশ কাটিয়ে দালালরা তৈরি করছে ভুয়া ডিএনএ টেস্ট, নোটারি অ্যাফিডেভিট ও জাল পাসপোর্ট। দাতার পরিচয় বদলে ফেলে আত্মীয়রূপে উপস্থাপন করছে। এই কারসাজির মাধ্যমে কিডনি চলে যাচ্ছে ভারতের ধনী রোগীদের শরীরে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ড. মনিরুজ্জামান বলেন, “দালালরা সাধারণত দাতার নাম পরিবর্তন করে ফেলে। জাল নোটারি সনদ দিয়ে তারা সম্পর্ক প্রমাণ করে। হাসপাতাল কর্তৃপক্ষও অনেক সময় এই জালিয়াতি ইচ্ছাকৃতভাবেই দেখে না।”

বাইগুনি গ্রামের বাইরে বিনাই গ্রামের ৪৫ বছর বয়সি বিধবা জ্যোৎস্না বেগম ২০১৯ সালে দালালদের চাপে পড়েই স্বামীসহ ভারতে কিডনি বিক্রি করেন। চুক্তি অনুযায়ী সাত লাখ টাকা পাওয়ার কথা থাকলেও হাতে আসে মাত্র তিন লাখ। কলকাতার একটি হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কাগজে কিডনি গ্রহীতাকে আত্মীয় দেখানো হয়।

প্রতারণা এখানেই শেষ নয়। ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সজল (ছদ্মনাম) ইভ্যালির ধসের পর ঋণের চাপে ২০২২ সালে নিজের কিডনি বিক্রি করেন। প্রলোভন ছিল ১০ লাখ টাকার, কিন্তু পান মাত্র সাড়ে তিন লাখ। পরে তিনিও দালালের ভূমিকায় নামেন। কয়েক মাস কাজ করে নিরাপত্তাহীনতার কারণে সরে দাঁড়ান।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক কিডনি পাচার চক্র শনাক্তে তারা মাঠে কাজ করছে। সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন, “চক্রের সদস্যদের ধরতে আমরা নিরলস চেষ্টা করছি।”

অন্যদিকে ভারতে সম্প্রতি কিছু চিকিৎসক গ্রেপ্তার হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালের জুলাইয়ে দিল্লিতে কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বিজয়া রাজাকুমারী গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ১৫ জন বাংলাদেশির কিডনি প্রতিস্থাপনের অভিযোগ রয়েছে।

এই পাচার ব্যবসার মূল চালিকাশক্তি—দারিদ্র্য আর আইনের ফাঁকফোকর। কিডনি গ্রহণে আগ্রহী রোগীদের সংখ্যা অনেক বেশি হলেও বৈধ দাতার সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে ধনী রোগীরা দ্রুত সমাধানের জন্য বেআইনি পথে ঝুঁকছেন, আর গরিব দাতারা পড়ে যাচ্ছেন দালালদের ফাঁদে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, “অনেকে চরম দারিদ্র্যের কারণে কিডনি বিক্রি করেন, কিন্তু প্রতারণার শিকার হন। অনেক সময় তাদের ভিসা, পাসপোর্ট ও প্রেসক্রিপশন পর্যন্ত নিয়ে নেওয়া হয় যাতে প্রমাণ না থাকে।”

ভারতের ‘কিডনি ওয়ারিয়রস ফাউন্ডেশন’-এর প্রধান রঘুবংশী বলেন, “বৈধ দাতার অভাবই এই পাচারের মূল কারণ। অসহায় রোগীরা তখন অবৈধ পথ খোঁজেন।”

বিশেষজ্ঞদের মতে, কিডনি পাচার বন্ধে কেবল দালাল ধরলেই হবে না। দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা ভ্রমণ খাতকে মানবিক নীতিমালার আওতায় আনতে হবে। তা না হলে এই নিষ্ঠুর ব্যবসা থামবে না—বরং আরও বিস্তৃত হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে ধ্বংসাত্মক কাজে ৩ বার ‘আমিন’ বলেছেন প্রিয়নবি

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববির মিম্মারের আরোহন কালে প্রথম সিড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বারের দ্বিতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার

রাজশাহীতে জলবায়ু প্রভাব এবং করণীয় বিষয়ক কর্মশালা

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে জলবায়ু প্রভাব এবং করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর,২০২৪) দিনব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে অভিযোজন সক্ষমতা

আ.লীগ নেতাকে গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত

দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় দোকান ঘর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে উপজেলার বাবুপাড়া ও কলিমহর

উল্লাপাড়ায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও ‘রূপসী বাংলা’ সমবায় সমিতি: গ্রাহকদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালসাবাড়ি বাজারে ‘রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমবায় সমিতি প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা