খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দুই দিনের প্রচেষ্টায় মেরামত করা সম্ভব হয়েছে। তবে এর মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত আটটি গ্রাম। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবিক সংকটে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকী নদীর চাপে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। ৮ অক্টোবর রাতে মেরামতের কাজ শুরু হলেও পরদিন জোয়ারের পানিতে আবারও বাঁধ ভেঙে পড়ে। ফলে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়াবুনিয়া গ্রামের বড় অংশ প্লাবিত হয়।
বাঁধ ভাঙনের ফলে ৩০২ বিঘা জমির আমন ধান, মাছের ঘের ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে শতকোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক পরিবার গৃহহারা হয়ে আশ্রয় নিয়েছে খোলা জায়গায় বা অন্যের বাড়িতে।
দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার ভোর থেকে পানি উন্নয়ন বোর্ড তিন দফায় বাঁধ আটকানোর চেষ্টা চালায়, তবে জোয়ারের তীব্র স্রোত ও মাটির স্বল্পতার কারণে কাজ ব্যাহত হয়। অবশেষে গত রাতে বাঁধটি সফলভাবে আটকানো সম্ভব হয়।
খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং শুকনো খাবার, চাল, ডাল, তেল, লবণ, হলুদ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক বলেন, দ্রুত স্থায়ীভাবে বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদান করা হবে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, বাঁধ আটকানোর ফলে অধিকাংশ জমির ধান রক্ষা পেলেও ১৫ বিঘার ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা ও আঙিনায় সবজি চাষে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, “স্রোতের তীব্রতা ও মাটির অভাবে বাঁধ আটকাতে বেগ পেতে হলেও শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬০ পরিবারকে শুকনো খাবার এবং ১২০ পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও মসলাসহ ত্রাণ বিতরণ করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.