দশম শ্রেণিতে থাকতেই রিমান্ডে গিয়েছিলেন ঢাবি শিবির নেতা আবিদ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১৪ সদস্যের কমিটি। প্রকাশিত হওয়ার আগে থেকেই শিবির নিয়ে জনমনে ছিল নানা আলোচনা। এবার শিবিরের সাথে সম্পৃক্ত থাকায় করায় নির্যাতনের শিকার হতে হয়েছিল এ নিয়ে মুখ খোলেন নেতারা। ঢাবি ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ সংগঠন করার দশম শ্রেণিতে থাকাকালীনই রিমান্ডে গিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি’) টিএসসিতে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এসময় কথা বলেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ আরও অনেকে।

আলাউদ্দিন বলেন, এ সংগঠনের সাথে আমার যাত্রা শুরু হয় নিজ এলাকা মীরেশ্বরাইয়ে ২০১২ সালের নভেম্বর মাসে থেকে। আমাদের কেন্দ্র ঘোষিত মিছিল ছিল। সেখানে মিছিল শেষে স্থানীয় ছাত্রলীগ আমাদের ধরে নিয়ে নির্যাতন করে থানায় পাঠিয়ে দেয়। থানায় আমাদেরকে ২টি মামলা দেয়। ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট একটি মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। তখন আমি দশম শ্রেণীর ছাত্র, বয়স ছিলো মাত্র ১৮ বছর তবুও আমাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তখন আমি মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দেয়ার পর আটক হয়ে যাই। এর পরে দুই মাস পরে ছাড়া পাই। থানা থেকে ছাড়া পাওয়ার পরও এলাকায় স্থানীয় ছাত্রলীগের হামলা ও প্রশাসনের মামলার ভয়ে নিজ এলাকা ত্যাগ করতে হয় বলে জানান তিনি।’

বিশ্ববিদ্যালয় শিবির শাখার স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, আমি কোন গুরুতর নির্যাতনের শিকার হইনি। তবে বিগত রেইজিমে আমার কতগুলো স্বপ্ন মাটিচাপা দিতে হয়েছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এর আবাসিক সুবিধার জন্য। এখানে যারা পড়াশোনা করবে তারা হলে থাকার সুবিধা পায়। আমার ক্ষেত্রেও এমনটা হওয়া উচিত ছিল। আমার বিজয় ৭১ হল এটাচ ছিল। যখন বিশ্ববিদ্যালয়ে আসি এর এক বছর আগে বুয়েটের আবরার ফাহাদের ঘটনাটা ঘটে। তাই আমি হলে ওঠার ব্যাপারে যখন পরিবারের সাথে কথা বলি তারা হলে উঠতে মানা করে। তারা বলে আবারর ফাহাদ শিবিরের সাথে যুক্ত ছিল না তবুও তার সাথে এমন হয়েছে আর আব্দুল্লাহ তো শিবিরের সাথে যুক্ত। তাকে হলে দেওয়া যাবে না। পারিবারিকভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে আমাদের সম্পর্ক ছিল। তাদের সাথে পরামর্শ করলেও তারা হলে উঠতে মানা করে।

তিনি বলেন, বিজয় ৭১ হলের একটা সুনাম আছে।’ আমিও এই হল পেয়েছিলাম। হলে উঠতে চেয়েছিলাম কিন্তু ছাত্রলীগের শোডাউন, মহড়া, গেস্টরুমের অশ্রাব্য গালিগালাজ, রাত-বিরাতে হল থেকে বের করে দেওয়া ইত্যাদির মধ্য দিয়ে আমার পড়াশোনা চালানো কঠিন হয়ে যেত। যার জন্য হলে ওঠা হয়নি। ছোটবেলা থেকেই আমার কো-কারিকুলাম এক্টিভিটির প্রতি বিরাট আকর্ষণ ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমি একবার ঢাবিতে এসেছিলাম। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ আমার খুব পছন্দ হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে মাঠে খেলবো, সুইমিং পুলে সুইমিং করবো, বিশ্ববিদ্যালয়ে ডিবেট করবো আরো কত কি স্বপ্ন ছিল আমার। কিন্তু যখন আমি হলে থাকার সুযোগ না পাই তখন আমার এই স্বপ্নগুলো মাটিচাপা পড়ে যায়। আমি বাসায় থাকতাম ফজরের পর বাসা থেকে বের হতাম ক্লাস শেষে আবার বাসায় ফিরতাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বিশ্ববিদ্যালয়ের অনুজ যারা আছে তাদের যেন এরকম স্বপ্ন আর মাটিচাপা দিতে না হয় বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের শাসনামলের মতো।

ঢাবি শিবির সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্র শিবির হচ্ছে সবচেয়ে মজলুম ও নির্যাতিত একটি সংগঠন। আমাদের কেউ কেউ দশম শ্রেণি থেকে রিমান্ডে গিয়েছে, কেউ কেউ আর্থিক সমস্যা থাকার পরেও হলে উঠতে পারেনি। এখনও যারা বার বার ছাত্রলীগের বিশেষত্বে শিবিরকে নতুন করে জুলুম করছেন তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আপিলের রায়ে ন্যায়বিচার করেছে আদালত: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছে আদালত- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শীঘ্রই দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

ঠিকানা টিভি ডট প্রেস: পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। আর এরপরই পাল্টে গেছে দেশের প্রেক্ষাপট।

রায়গঞ্জে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত ইউএনও হুমায়ুন কবির এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে

আতঙ্কে সেই পুলিশ কর্তারা

ঠিকানা টিভি ডট প্রেস: শেখ হাসিনা সরকারের আমলে টানা ১৫ বছর পুলিশ বাহিনীতে মহাক্ষমতায় থাকা অতি-দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চাকরি হারানো

অনুমোদন ছাড়া গরুর হাট, অবশেষে দৌড়ে পালালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ইজারা না নিয়ে পশুর হাট বসালেন সালাউদ্দিন সুমন নামে এক আওয়ামী লীগ নেতা। পরে অবশ্য দৌড়ে পালাতে হয়েছে তাকে। শুক্রবার (১৪

বেনাপোলে চেকপোস্টে অস্বাভাবিক যাত্রী চাপ, ইমিগ্রেশনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে মিলছে টানা বেশ কয়েকদিনের ছুটি। এ সুযোগে অনেকে ভ্রমণ করছেন প্রতিবেশী দেশ ভারতে। এতে যশোরের বেনাপোল চেকপোস্টে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের