নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আফজাল নগর দরবার শরীফের পীর, প্রয়াত মুফতি খাজা গোলাম আম্বীয়া সাহেবের মৃত্যু পরবর্তীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাটাখালি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন দরবার শরীফের পক্ষে প্রয়াত পীর সাহেবের বড় ছেলে শানে খোদা ওরফে মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পীর সাহেবের মৃত্যুর পর এস এম আব্দুল আলীম কৌশলে তার স্ত্রী কাজল রেখাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এরপর নিজেকে দরবার শরীফের খাদেম দাবি করে তিনি সম্পদ আত্মসাতের অপচেষ্টা চালান এবং পীর সাহেবের ছেলে ও উত্তরাধিকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন।
মামুন সংবাদ সম্মেলনে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও প্রশাসনের কাছে ন্যায়বিচার ও দরবার শরীফের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।