অনলাইন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন। শনিবার (২৩ আগস্ট) মাদুরাইয়ে তার দল তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ের ঘোষণা দেন।
বিজয়ের বক্তব্য অনুযায়ী, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তিনি বলেন, “এই মুহূর্তে বিজেপিই আমাদের সবচেয়ে বড় আদর্শগত প্রতিপক্ষ।”
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই, এএনআই, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্মেলনে বিজয় ডিএমকেকেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ডিএমকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেবল রাজনৈতিক অঙ্গনে সীমিত থাকলেও বিজেপির সঙ্গে সংঘাত সম্পূর্ণভাবে আদর্শিক।
বিজয়ের দলের মূলনীতি—সমতা, ধর্মনিরপেক্ষতা, মুক্তচিন্তা ও সামাজিক ন্যায়বিচার—যা তার মতে বিজেপির নীতির বিপরীত। ২০২৪ সালে প্রতিষ্ঠিত টিভিকে ইতোমধ্যেই তামিলনাড়ুর তরুণ ভোটারদের মধ্যে সমর্থন অর্জন করেছে।
মাদুরাইয়ের সভায় বিজয়ের বক্তব্যে সমর্থকরা করতালি ও উল্লাসে সাড়া দেন। হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, এই বক্তব্য জাতীয় রাজনীতিতেও আলোড়ন তুলতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একজন তারকা-রাজনীতিকের মুখে ‘ফ্যাসিবাদী বিজেপি’ শব্দ শুধু শিরোনাম নয়, নতুন বিতর্কেরও জন্ম দেবে।
এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন তামিলনাড়ু নির্বাচনে বিজয় ও তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.