তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে অবস্থান করছেন রাজশাহী কলেজের একদল শিক্ষার্থী।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে ত্রাণসামগ্রী নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে পৌঁছান । এরআগে গতকাল শনিবার বিকালে রাজশাহী কলেজ থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
রাজশাহী কলেজের শিক্ষার্থী মোঃ মাসুদ বলেন, আমরা রাজশাহী কলেজে অধ্যয়নরত সকল শিক্ষার্থী মিলে রাজশাহীর বিভিন্ন যাইগা থেকে বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা অর্থ বা বিভিন্ন সমগ্র জিনিস সংগ্রহ করেছি। আমরা একটি ক্লাব একটি বিভাগ কাজ করেনি আমরা কাজ করেছি রাজশাহী কলেজ সেন্ট্রাল থেকে। একসাথে কাজ করা হলে আমাদের বন্ডিংটা সুন্দর হয়েছে যা এর আগে কখনো ছিল না। রাজশাহী কলেজের ইতিহাসে বন্যার ত্রাণ বা নগদ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সংগ্রহ করা অর্থে ত্রাণ প্যাকেজিং করে ভোররাতে ট্রাকে করে ত্রাণ নিয়ে কুমিল্লায় এসেছি।
আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাইদ মোঃ নূরুল ইসলাম বলেন- রাজশাহী কলেজ শিক্ষার্থীরা কয়েক দিনে ১৩ লক্ষ টাকার মত তারা তুলতে সক্ষম হয়েছে।
রাজশাহী কলেজ উপাধাক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলী বলেন- সময়, শ্রম এবং পরামর্শ দিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এ দুর্যোগের সময় সবার উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। অর্থ, সময়, শ্রম ও পরামর্শ দিয়ে অন্তত সঙ্গে থাকা, সাপোর্ট দেওয়া। রাজশাহী কলেজ শিক্ষার্থীরা যে সহানুভূতিশীল বিপদে মানুষের পাশে দাঁড়াই তার প্রমাণ আবারও দিল। তাদের এই মহৎ কাজ আমরা আনন্দিত এবং তাদের জন্য কল্যাণময় প্রার্থনা করি।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, গুড়, বিস্কুট, প্রয়োজনীয় ঔষধ, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই। এ সময় মোমবাতি, কয়েল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জ্বর-ঠাণ্ডার ঔষধ বেশি প্রয়োজন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.