নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা যাবে না।
গতকাল (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং নেতাকর্মীরা আহত হয়েছেন।
এই পরিস্থিতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সব জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে নির্বাচনি প্রচার নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.