নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বনানী সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিষিদ্ধ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়জনকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর চারজন হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
মেট্রোরেলে অগ্নিসংযোগের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় পাঁচ দিন রিমান্ডে ছিলেন রিজভী, মিয়া গোলাম পরওয়ারসহ এই আটজন। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে ছয়জনকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করেন তাঁদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানার মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড হয়েছিল।
এদিকে কাফরুল থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে বনানী থানায় করা মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.