‘তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের’

ঠিকানা টিভি ডট প্রেস: কথায় আছে,‘কপালের লিখন যায় না খণ্ডন’ ঠিক যেন তাই ঘটলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে বেশ বড় লক্ষ্যই দিয়েছিল শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল তারা।

জবাবে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই লিটনের বিদায়। পাওয়ার প্লে-তে নেই ৩ উইকেট। ম্যাচ হার তখন চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।

এমন ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায়ের পর দলের হাল ধরলেন জাকের আলী। অভিষেকে এমন ইনিংস খেললেন, যা সবার হৃদয়ে থাকবে বহুদিন। তবুও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২০৩ রান করে বাংলাদেশ। টাইগারদের হার ৩ রানে।

প্রায় হারতে বসা ম্যাচে দলকে জয়ের কাছে নিয়ে আসেন রিয়াদ ও জাকের। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। দাসুন শানাকার করা প্রথম বলে আউট হন রিশাদ। পরের বলে সিঙ্গেল নেন তাসকিন। এর আগের ডেলিভারি ছিল ওয়াইড’।

তৃতীয় বলে জাকের ফিরলে বাংলাদেশের হয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। তবে পরের বলে চার হাঁকিয়ে আবার স্বপ্ন দেখান শরিফুল ইসলাম। পঞ্চম বলে আসে ১ রান। ফলে শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ৫ রানের।

শানাকার করা ফল নির্ধারনী ডেলিভারিতে ১ রানের বেশি করতে পারেননি তাসকিন। আর তাই তীরে এসে তরী ডোবার আক্ষেপে পোড়ে বাংলাদেশ। এ যেন এত কাছে, তবু কত দূরের আরেকটি গল্প।

এদিন বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। অ্যাঞ্জেলো ম্যাথিউজের করা প্রথম ওভারের তৃতীয় বলে ভুল শট খেলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন লিটন। কোনো রানই করতে পারেননি তিনি।

সৌম্য সরকারও আজ ১২ রানের বেশি করতে পারেননি। বিপিএলে দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয় ফিরেছেন ৮ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ রান করেন। একপ্রান্ত আগলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ।’

সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিয়াদ। তার বিদায়ের পর সিলেটে ঝড় তোলেন জাকের আলী। অভিষেকে মাত্র ২৫ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত।

মাঝে মাহেদী হাসানকে নিয়ে গড়েন ৬৫ রানের দুর্দান্ত জুটি। মাহেদী ফিরলেও দলকে একাই এগিয়ে নিতে থাকেন জাকের। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন অভিষিক্ত এ ব্যাটার।

জাকের আউট হলে দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তাসকিন ও শরিফুল। শ্রীলংকার হয়ে ম্যাথিউজ, বিনুরা ও শানাকা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজও বন্ধ ৫৫ পোশাক কারখানার উৎপাদন 

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানার উৎপাদন আজও বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সেসব কারখানায় উৎপাদন চলছে।’ শিল্প পুলিশ জানিয়েছে, খোলা

হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কাজ করবে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা-২০২৪’ নামে এই নীতিমালার একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে, যা দ্রুত চূড়ান্ত হবে। গুজব ও সাইবার

কক্সবাজারে বাঁশখালী সমিতির প্রথম কার্যনিবাহী কমিটির সভা সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধিঃ কক্সবাজারে অবস্থানরত বাঁশখালীয়ানদের নিয়ে গঠিত ‘বাঁশখালী সমিতির’ কার্যনিবাহী কমিটির প্রথম সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সমিতির অস্থায়ী কার্যালয় হোটেল গোল্ডেন হিলে গুরুত্বপূর্ণ

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রের অবস্থান কী

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে দুই ধরনের অবস্থানের কথা জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র