‘তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের’

ঠিকানা টিভি ডট প্রেস: কথায় আছে,‘কপালের লিখন যায় না খণ্ডন’ ঠিক যেন তাই ঘটলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে বেশ বড় লক্ষ্যই দিয়েছিল শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল তারা।

জবাবে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই লিটনের বিদায়। পাওয়ার প্লে-তে নেই ৩ উইকেট। ম্যাচ হার তখন চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।

এমন ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায়ের পর দলের হাল ধরলেন জাকের আলী। অভিষেকে এমন ইনিংস খেললেন, যা সবার হৃদয়ে থাকবে বহুদিন। তবুও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২০৩ রান করে বাংলাদেশ। টাইগারদের হার ৩ রানে।

প্রায় হারতে বসা ম্যাচে দলকে জয়ের কাছে নিয়ে আসেন রিয়াদ ও জাকের। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। দাসুন শানাকার করা প্রথম বলে আউট হন রিশাদ। পরের বলে সিঙ্গেল নেন তাসকিন। এর আগের ডেলিভারি ছিল ওয়াইড’।

তৃতীয় বলে জাকের ফিরলে বাংলাদেশের হয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। তবে পরের বলে চার হাঁকিয়ে আবার স্বপ্ন দেখান শরিফুল ইসলাম। পঞ্চম বলে আসে ১ রান। ফলে শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ৫ রানের।

শানাকার করা ফল নির্ধারনী ডেলিভারিতে ১ রানের বেশি করতে পারেননি তাসকিন। আর তাই তীরে এসে তরী ডোবার আক্ষেপে পোড়ে বাংলাদেশ। এ যেন এত কাছে, তবু কত দূরের আরেকটি গল্প।

এদিন বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। অ্যাঞ্জেলো ম্যাথিউজের করা প্রথম ওভারের তৃতীয় বলে ভুল শট খেলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন লিটন। কোনো রানই করতে পারেননি তিনি।

সৌম্য সরকারও আজ ১২ রানের বেশি করতে পারেননি। বিপিএলে দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয় ফিরেছেন ৮ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ রান করেন। একপ্রান্ত আগলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ।’

সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিয়াদ। তার বিদায়ের পর সিলেটে ঝড় তোলেন জাকের আলী। অভিষেকে মাত্র ২৫ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত।

মাঝে মাহেদী হাসানকে নিয়ে গড়েন ৬৫ রানের দুর্দান্ত জুটি। মাহেদী ফিরলেও দলকে একাই এগিয়ে নিতে থাকেন জাকের। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন অভিষিক্ত এ ব্যাটার।

জাকের আউট হলে দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তাসকিন ও শরিফুল। শ্রীলংকার হয়ে ম্যাথিউজ, বিনুরা ও শানাকা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই পুলিশ সদসসহ নিহত’৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক দমকলকর্মী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। স্থানীয় সময় রোববার

নাহিদ সুলতানাকে খুঁজছে পুলিশ’

ঠিকানা টিভি ডট প্রেস: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় প্রধান আসামি আইনজীবী নাহিদ সুলতানাকে (যুথী) খুঁজছে পুলিশ। তাকে ধরতে তার বাসায়

‘সাবেক ১২ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করছে। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করেছে’।

উপজেলা নির্বাচনে কম ভোট পড়ার কারণ জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এতে ভোট নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। অপেক্ষাকৃত কম ভোট

টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা