তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে যশোরের ঐতিহ্যবাহী মধুমেলা

জেমস আব্দুর রহিম রানা: তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে যশোরের ঐতিহ্যবাহী মধুমেলা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর মধুমেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসতভিটা, কপোতাক্ষ নদের পাড়, বিদায় ঘাট, কবির স্মৃতি বিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে শুরু হয়েছে নয় দিনব্যাপী এই মধুমেলা।

আজ বুধবার মেলার ষষ্ঠ দিন সকাল থেকে মেলার মাঠসহ কপোতাক্ষ নদ পাড়ে প্রচুর লোক সমাগম চোখে পড়ে। এবারের মধুমেলায় মধুমঞ্চে কেশবপুর ও যশোরের বিভিন্ন শিল্পীগোষ্ঠীসহ কবি, সাহিত্যিক ও শিল্পীদের আলোচনা, কবিতা, সংগীত পরিবেশনার পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আছে মোটরসাইকেল ও মাইক্রোবাসের রোমাঞ্চকর খেলা ‘মৃত্যুকূপ’।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ নানা আয়োজন। মেলার মাঠে কুটির শিল্পসহ ছোট-বাড় প্রায় ৫ শ স্টল বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। হরেক রকমের পান, মটকা চা, ফুচকা-চটপটি, আচার ও মোয়া-মুড়ির দোকানগুলোতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। মেলার মাঠের এক পাশে রয়েছে আসবাবপত্রের দোকান।

কপোতাক্ষ নদ পাড়ের কবির স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছ তলার পাশে বসানো হয়েছে আন্ডারগ্র্যাজুয়েট নামে একটি চায়ের স্টল। ওই স্টলে কথা হয় ঢাকার বাসাবো থেকে আসা রোজিনা খাতুনের সঙ্গে। তিনি বলেন, তার কলেজপড়ুয়া ছেলে শাহেদ খান ও স্কুলপড়ুয়া ছেলে জায়েদ খানকে নিয়ে সাগরদাঁড়ি মধুমেলায় এসেছেন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মানিকহার গ্রাম থেকে এসেছেন মুজিবুর রহমান, তবিবুর রহমান, মহব্বত হোসেন। তাঁরা তিন বন্ধু। সারা দিন কপোতাক্ষ নদ পাড়, মেলার মাঠ ঘুরে বিকেলে মধুমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের মুগ্ধ করেছে। প্রতি বছরই মেলায় আসেন।

মুজিবুর রহমান জানান, মধুমেলা তাঁদের প্রাণের মেলায় পরিণত হয়েছে। কিন্তু কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ না হওয়ায় মেলার সময় দর্শনার্থীদের যাওয়া আসায় ভোগান্তিতে পড়তে হয়।

মেলার মাঠে রয়েছে বাহারি ও মুখরোচক সব মিষ্টির দোকান। পরিতোষ নন্দীর দোকানে বিশাল আকারের একটি রাজভোগ মিষ্টি ৭০০ টাকা এবং একটি বালিশ মিষ্টি ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দোকানের কর্মচারী শিমুল ঘোষ জানান, দর্শনার্থীরা মিষ্টি কেনার থেকে দেখতে আসছে বেশি।

সাতক্ষীরা থেকে আসা আসিফ হোসেন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মধুমেলায় এসেছি। মেলা থেকে ছেলে-মেয়েদের জন্য বিভিন্ন খেলনা কেনা হয়েছে। মধুমেলায় এসে কবির বসতভিটা, কপোতাক্ষ নদ পার, বিদায় ঘাট, কবির স্মৃতি বিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ ঘুরে খুবই ভালো লেগেছে।

বাগেরহাট শহর থেকে মেলা দেখতে আসা রায়হান হোসেন বলেন, মধুমেলার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। এবারই প্রথম এসেছি। মেলার মাঠ ও কপোতাক্ষ নদ পার ঘুরে বিভিন্ন প্যান্ডেলের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছি।

মধুমেলার মাঠ ঘুরে বিভিন্ন স্টল গুলোতে নারী দর্শনার্থীদের সাংসারিক মালামালসহ ছেলেমেয়েদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী কিনতে দেখা যায়।

কেশবপুরের পাঁজিয়া গ্রাম থেকে পরিবার নিয়ে এসেছেন আব্দুর রহমান নামে এক কৃষক। তিনি জানান, এবারের মেলায় কৃষিবিষয়ক স্টল না থাকায় কিছুটা হলেও মেলার আকর্ষণ কম হয়েছে। তবে এখানকার চমৎকার পরিবেশ তাঁদের ভালো লেগেছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ বলেন, মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়িসহ চারপাশের গ্রামগুলোতে শুরু হয়েছে আত্মীয়-স্বজনদের আতিথেয়তা। মধুকবির ২০০তম জন্মবার্ষিকীতে মেলা সাত দিন দিন থেকে বাড়িয়ে নয় দিন করায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে নয় দিনব্যাপী অনুষ্ঠিত এ মধুমেলা আগামী ২৭ জানুয়ারি শেষ হবে।

উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে

পাবনার ঈশ্বরদী তে মাটির পুতুল পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে রিয়া (১৩)নামের কিশোরীর মৃত্যু 

মোঃ রাজিব আলি পাবনা প্রতিনিধি : চাকরিতে যান বাবা।। গেটে তালা দিয়ে বাইরে যান মা। এমন ও ত অবস্থায় বাড়িতে একা থাকে রিয়াএবং তার ৫

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুক আইডি ও পেজ

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমানে মানুষের নিত্যদিনের সঙ্গী মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারীরা

ওএসডি হলেন পুলিশের উর্ধ্বতন ৮২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ৮২ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন ৯ জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন

নেত্রকোণা জেলায় বন্যার শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: নেত্রকোণায় বৃষ্টি আর উজানের ঢলে প্রধান ৪টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে বন্যার

ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গ্রাহকের প্রায় দশ লাখ টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ব্র্যাক ব্যাংকের একটি একাউন্ট থেকে এক গ্রাহকের প্রায় দশ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গেল ৮ জানুয়ারি থেকে ১৪