তিন দশক পর দাখিল পাস: কুলিয়ারচরে সাংবাদিক দম্পতির অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ৩১ বছর পর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪)। চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে তাঁরা দুজনেই জিপিএ ৪.১১ অর্জন করেছেন।

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও মাধ্যমিকের সনদ না থাকার আক্ষেপ পীড়া দিত তাঁদের। এবার অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও পারিবারিক সহযোগিতায় সেই অপূর্ণতা ঘুচিয়ে নতুন অধ্যায় রচনা করেছেন।

এই দম্পতির শিক্ষাজীবনের নবযাত্রা শুরু হয় নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে। পরবর্তীতে তাঁরা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কাইসার হামিদের বাড়ি কুলিয়ারচরের গোবরিয়া গ্রামে এবং রোকেয়া আক্তারের পৈতৃক নিবাস কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে। ১৯৯৪ সালের ১৬ মার্চ তাঁদের বিয়ে হয়। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। বড় মেয়ে মাস্টার্স পাস করেছেন, মেজো মেয়ে অনার্স শেষ বর্ষে, ছোট মেয়ে নার্সিংয়ে অধ্যয়নরত, এবং দুই ছেলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বর্তমানে কাইসার হামিদ একটি জাতীয় দৈনিকের কুলিয়ারচর প্রতিনিধি এবং রোকেয়া আক্তার স্থানীয় একটি পত্রিকায় একই উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাইসার হামিদ বলেন, “বিয়ের আগেই সাংবাদিকতা শুরু করি। মাধ্যমিক সনদ না থাকায় অনেক সময় প্রশ্নের মুখে পড়তে হতো। সাবেক ইউএনও সাদিয়া ইসলাম লুনা ম্যাডামের উৎসাহ এবং ছোট ভাই আবদুল খালেকের সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সাহস পাই।”

রোকেয়া আক্তার বলেন, “অল্প বয়সে বিয়ের কারণে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। দীর্ঘ সময় সেই আক্ষেপ বয়ে বেড়িয়েছি। এবার তা কাটিয়ে ওঠায় আত্মতৃপ্তি পাচ্ছি।”

তাঁদের মেয়ে জেসমিন সুলতানা বলেন, “মা–বাবার এ সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। তাঁরা আমাদের প্রেরণার উৎস।”

লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার জানান, “এই বয়সে সংসার সামলে শিক্ষায় সাফল্য অর্জন অনুকরণীয় দৃষ্টান্ত।”

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা বলেন, “শিক্ষা কখনো থেমে থাকে না। বয়স নয়, মূল শক্তি হলো মনোবল। তাঁদের দেখে অনেকে আবারও লেখাপড়ায় মনোনিবেশ করবেন।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিলা বৃষ্টির আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। আগামী দু-তিন দিন ঝড়-বৃষ্টির

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৬, কেজি ৫০০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার -১,

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেল পাড়া গ্রাম থেকে আজ রাত ০৩:০০ টায় একজন মাদককারবারিকে ৬, কেজি ৫০০, গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী

প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ করেছে ইউরোপের অন্যতম কৃষি ও খামার নির্ভর অর্থনীতির দেশ ডেনমার্ক। পশু পালনকারী এবং খামারীকে গরুপ্রতি বছরে

আনার ছাত্রজীবন থেকে যেভাবে স্বর্ণ চোরাচালানের ডন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার উত্থান, স্বর্ণ চোরাচালান, খুনখারাবিসহ নানা অপরাধের বিষয় উঠে আসছে। রহস্য দেখা দিয়েছে

রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মেলান্দহ উপজেলায় রেললাইনে বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে দুই কিশোরের। সোমবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের রুকনাই এলাকায়

কাবার চাবি রক্ষকের ইন্তেকালে যা বললেন মাওলানা আজহারী

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় আলেম