
এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাকলাইন (৫৫) ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী (৪৮) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
শনিবার (২৯জুলাই) সন্ধ্যায় তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে চায়ের দোকান থেকে উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাকলাইন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীকে মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজন হলেন, মোঃ মতিউর রহমান (৫৫), তিনি বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জামায়াতের সমর্থক।
এদিকে মতিউর রহমানের একমাত্র ছেলে নাঈম হুসাইন বলেন,আমার বাবা কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক ছিলেন না।এরপরেও পুলিশ এসে ধরে নিয়ে গেছে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর খোন্দকার সাকলাইন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীকে, তাড়াশে পূর্বের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে পুলিশ।