
তালা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ইউএনও’র বিরুদ্ধে চলমান অভিযোগ ও বদলির সিদ্ধান্ত ঠেকাতে একদল ঠিকাদার ও রাজনৈতিক কর্মী তার পক্ষে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তালা উপজেলা ডাকবাংলোয় এক সভায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। যুবদলের কথিত নেতা ট্যাংরা সাইদ ওরফে ফেন্সিডিল সাইদের আহ্বানে অনুষ্ঠিত এ সভায় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, ক্লিনিক মালিক ফারুক জোয়ার্দার ও সাংবাদিক এম এ হাকিমসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকা থেকে নারী-পুরুষ এনে মানববন্ধনে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৭ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় ইউএনও’র পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগ উঠেছে, ইউএনও’র পক্ষ নেওয়ার জন্য একটি বিশেষ বাজেট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পাঁচ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে ঠিকাদারদের অর্থায়নে দলীয় কিছু নেতাকর্মীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে হয়রানি ও দমন করার অভিযোগ উঠেছে। ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে অনিয়মের খবরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে বাদানুবাদের জেরে, ইউএনও শেখ রাসেলের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।
সাংবাদিক টিপুর স্ত্রী, যিনি উপজেলা কৃষি দপ্তরে কর্মরত, তাকেও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে, যাতে তার স্বামীর পক্ষে জামিন বা আপিলের কোনো উদ্যোগ না নেওয়া হয়।
এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত জামিন দাবি করে। পরে বৃহস্পতিবার, টিপুকে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমেদ আবু জাফর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে দুর্নীতিবাজদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও আগামীকাল (২৭ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কথিত ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে আপিল দাখিল করা হবে।