তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ

তালা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ইউএনও’র বিরুদ্ধে চলমান অভিযোগ ও বদলির সিদ্ধান্ত ঠেকাতে একদল ঠিকাদার ও রাজনৈতিক কর্মী তার পক্ষে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তালা উপজেলা ডাকবাংলোয় এক সভায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। যুবদলের কথিত নেতা ট্যাংরা সাইদ ওরফে ফেন্সিডিল সাইদের আহ্বানে অনুষ্ঠিত এ সভায় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, ক্লিনিক মালিক ফারুক জোয়ার্দার ও সাংবাদিক এম এ হাকিমসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকা থেকে নারী-পুরুষ এনে মানববন্ধনে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৭ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় ইউএনও’র পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযোগ উঠেছে, ইউএনও’র পক্ষ নেওয়ার জন্য একটি বিশেষ বাজেট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পাঁচ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে ঠিকাদারদের অর্থায়নে দলীয় কিছু নেতাকর্মীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে হয়রানি ও দমন করার অভিযোগ উঠেছে। ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে অনিয়মের খবরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে বাদানুবাদের জেরে, ইউএনও শেখ রাসেলের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক টিপুর স্ত্রী, যিনি উপজেলা কৃষি দপ্তরে কর্মরত, তাকেও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে, যাতে তার স্বামীর পক্ষে জামিন বা আপিলের কোনো উদ্যোগ না নেওয়া হয়।

এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত জামিন দাবি করে। পরে বৃহস্পতিবার, টিপুকে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমেদ আবু জাফর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে দুর্নীতিবাজদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও আগামীকাল (২৭ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কথিত ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে আপিল দাখিল করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে

সাভারে প্রেমিককে ৯ খণ্ড করে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ফেসবুকে সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) ও সুমাইয়া আক্তার তৃষার (২৬) পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়। আর সেটি তৃষার

আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রেরহামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট