তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে  রক্তের গ্রুপ নির্ণয় 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান কর্মসুচী পালিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপি তালম ইউনিয়নের মহাসীন বাজার, তালম মাহমুদিয়া দারুল উলুম হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসা ও তালম সাহেব বাজার রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদান ও রক্তদানে উৎসাহিত করার জন্য এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে মাদ্রাসার শিক্ষার্থী, নারী, পুরুষ ও শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের সহযোগিতায় ও “তালম স্টুডেন্টস এসোসিয়েশন” এর উপ- ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক রিদয় সরকারের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনর সভাপতি সজীব সরকার।

স্বাগত বক্তব্য রাখেন, প্রশাসিক বোর্ডের সদস্য ও সড়ক জনপথ অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ। প্রশাসনিক বোর্ডের সদস্য মোহাম্মদ হাফিজ ও আলমগীর হোসেন। এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া হোসেন। দপ্তর সম্পাদক ও ইসলামি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক শিপন প্রামাণিক, সদস্য বাদল সরকার, জাকারিয়া , নিজাম, কামরুল ইসলাম, সবুজ আলম প্রমুখ।

ফিরোজ আহমেদ বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হওয়ায় এলাকার অধিকাংশ লোকজনই তাদের রক্তের গ্রুপ জানে না।এতে প্রয়োজনের মুহূর্তে রক্তের ব্যবস্হা করা কঠিন হয়ে পড়ে। এ কর্মসূচীর মাধ্যমে আমাদের কাছে রক্তের গ্রুপের তথ্য সংরক্ষণ থাকবে এবং যেকোনো ব্যক্তির প্রয়োজনের মূহুর্তে অতি সহজেই রক্তের ব্যবস্হা করে দিতে পারব।

সমাপনী বক্তব্যে সভাপতি সজীব সরকার বলেন, ” তালম স্টুডেন্টস এসোসিয়েশন” বেশকিছু কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আরো অনেক কিছু করার পরিকল্পনা আছে। যার মধ্যে অন্যতম, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদান, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও পুরষ্কার প্রদান, অভিভাবক সচেতনতা সমাবেশ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, বৃক্ষরোপণ, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

এসময় রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা মুফতি এমদাদুল হক বলেন, আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা এই সংগঠনের জন্য ও এর সাথে যুক্ত সকলের জন্য দোয়া করি, তারা যেন এভাবেই বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের পাশে থাকে।

তালম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, এলাকার ছেলেদের এমন কার্যক্রমে আমরা আনন্দিত না হয়ে পারি না। এলাকার লোকজনের জন্য যখন আমার ছাত্ররা কাজ করে তখন গর্বে বুকটা ভরে ওঠে। আমি তাদের এসোসিয়েশনের সকল কার্যক্রমকে স্বাগত জানাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহীনের বাগানবাড়িতে নায়িকারাও যাতায়াত করতেন 

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার হত্যার মূলহোতা যুক্তরাষ্ট্রের নাগরিক স্বর্ণ চোরাকারবারি আক্তারুজ্জামান শাহীনের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী

তাড়াশে পূজা কমিটির সাথে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পূজা উদযাপন কমিটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য

খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বার্তা

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা

৩০’জানুয়ারি নতুন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের’

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও

এবার অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন

টাঙ্গাইলে পাখির অভয়াশ্রমে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন কর্মসূচি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে গাছে মাটির হাঁড়ি’ স্থাপন নামে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শহরের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ