নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে দেশে ফিরতে পারেন। যদি ভ্রমণ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, সরকার তা সমাধানে সহায়তা করবে। তবে তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ অনুমতি দেওয়া হবে। তবে তিনি বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না—এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এদিকে একই দিন সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় দেয়।
হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহারের শর্তে পর্যবেক্ষণসহ এ রায় ঘোষণা করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.