জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারের প্রতিবাদ ও ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সারাদেশে গোপনে তৎপর কিছু সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে জেলা যুবদলের দলের ১৮ টি সাংগঠনিক ইউনিটের বিপুল সংখক নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বরে সমবেত হয়। সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, জেলা বিএনপির সাংগঠনিক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবু সাইদ সুইট, পৌর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন পরামানিক, সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে বাজার স্টেশনে রোডের মুক্তির সোপানে এসে শেষ হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.