লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে।
আজ (সোমবার) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানোর মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন।
এছাড়াও তিনি আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জন কে নামীয় ও তিন শ জন কে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অধ্যক্ষ মনিরুজ্জামান মনি কে গ্রেফতার করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.