তাড়াশে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মতবিনিময় 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াশ উপজেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের দলীয় সাংগঠনিক মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর)শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ।

৯০ এর দশকের সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী সুর্য,তাড়াশ কলেজ ছাত্র সংসদের এজিএস বিপ্লব, ছাত্রনেতা সাইফুল খোন্দকার, রফিকুল ইসলাম তোতা, প্রভাষক মোহাব্বত উল্লাহ মুক্তা, প্রভাষক আব্দুল কাদের, আব্দুর রশিদ,শফিউল হক বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিয়াউর রহমান,ছাত্রনেতা গৌতম,

আবুল বাশার,সেলিম রেজা প্রধান, আবুল কালাম, সোলায়মান হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব বলেন,অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পদহীন ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষ করে ৯০-এর দশকে ছাত্রদলের যেসব সাহসী নেতা দীর্ঘসময় ধরে পদহীন তাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করতে হবে।১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়ার্ড, ইউনিয়ন, কলেজে ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতার সংগঠিত করতে হবে।

সম্মেলনের মাধ্যমে কমিটি না করে পকেট কমিটি করার জন্য সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়নি।

সভাপতির বক্তব্যে হাসান ইকবাল শহীদ বলেন,দেশের মানুষ আজ ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে তুরস্কের যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: কথায় আছে প্রেম মানে না কোন বাধা, আর কবি সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজেছিলেন ১০৮টা নীল পদ্ম। তাইতো সাড়ে

এবার পুরো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার হুমকিতে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার যুক্তরাষ্ট্রজুড়ে নিষিদ্ধ হওয়া হুমকিতে পড়েছে জনপ্রিয় কন্টেন্ট শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে

‘বিদেশে বসেই ঢাকায় ডাকাত দল চালায় ইলিয়াস’

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার কালকিনির খাসের হাট এলাকায় বাড়ি ইলিয়াস হোসেন, থাকেন সৌদি আরব। সেখান থেকে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ঢাকায় ডাকাত দল পরিচালনার করে সেই

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। এ

গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

অনলাইন ডেস্ক: গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায়

ঘরের মাঠেই উড়ে গেলো ম্যানসিটি

অনলাইন ডেস্ক: ম্যানচেস্টার সিটির দুর্দশার দিন বেড়েই চলেছে। টানা চার হারে আগেই লজ্জার নজির গড়েছিল ইতিহাদের ক্লাবটি। এবার ঘরের মাঠেই এলো পঞ্চম হার। টটেনহ্যামের কাছে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।