
নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে WordMastar প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বুধবার সকালে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম শ্রেনীর ৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম, তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেন সহ আরো অনেকে। এছাড়াও উপজেলার ২৫ টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে ইংরেজি শিক্ষার ভয় কে জয় করার লক্ষ্যে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।











